নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াদ ফেরারী

xp

xp › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

প্রিয় দুই নেত্রী

আমার সালাম নেবেন , আসা করি দলীয় রহমতে ভাল আছেন ।

পর সমাচার এই যে, আপনাদের ভাল থাকা দেখলে আমার ও ভাল লাগে । কিন্তু বর্তমান দেশীয় অবস্থায় আর আপনাদের আচরন ভাল লাগছে না । যে ভাবে আপনাদের কারনে দেশ কাদা-তল অবস্থা তৈরী হচ্ছে তাতে আর মনে হয় না যে আমরা আর জিবীত থাকতে পারবো অথবা জিবীত অবস্থা চলাফেরা করতে পারবো ।



আমি জানি না আজ আমার কাজ শেষে বাড়ী ফিরতে পারবো কি না ? কেননা আপনাদের দয়াতে আমরা এখনো বেচেঁ আছি । আর এতো কস্টে বাচঁতে চাইনা ।





আমি আমার মৃত্যুদন্ড চাই , অনেক কষ্ট হলেও আমার নিজের মৃত্যুদন্ড চাওয়া ছাড়া গতি নাই ।





রিয়াদ ফেরারী

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

মুস্তাক বলেছেন: আমার মনে হয় আপনার কথাই সত্তি, আমরা সাধারন জনগনের উচিত হবে দুই নেত্রীর কাছে মৃত্যুদন্ড ভিক্ষা চাওয়া, কেননা ক্ষমতার জন্যে এক জন ছেলেকে বিদেশে পাঠিয়ে অন্য জন বাধ্য হয়ে বিদেশে রেখে দেশের মানুষকে জালাচ্ছেন, তার চেয়ে দেশের সাধারন মানুষ গুলিকে ফাসিঁ দিয়েদেন তাহলে আর কষ্ট করে পুড়েমারার পরিবেশ তৈরী করতে হবেনা

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

ইভেন বলেছেন: আমরা কেন আমাদের মৃত্যুদন্ড চাইব ওনাদের কাছে। আমাদের উচিত দলমত নির্বিশেষে ওনাদেরকে একটা সফল আলোচনায় বসতে বাধ্য করা...... আর তা না হলে ‍অচিরেই ভেঙ্গে পড়বে আমাদের দেশের অর্থনীতি।

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

xp বলেছেন: ভাই কেন তাদের আবার ডাকবো মিল করার জন্য, তারা তো মিলই আছে । কেবল তারা আমাদের দেখায় যে মিল নাই তাদের ।

আর অর্থনীতি ভেঙ্গে পরবে কি , সে ভেঙ্গেই আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.