নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াদ ফেরারী

xp

xp › বিস্তারিত পোস্টঃ

বছরে ১০০ কোটি টাকা আয়

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

আজ সকালে পত্রিকা পড়তে গিয়ে নিউজ টা চোখে পড়লো ।আমি অনেক আগে একবার সম্পাদীয় কলামে লিখেছিলাম এই ব্যপারে । যেহেতু আমি নামী-দামী কোন লেখক না তাই আমার লেখা-টা কর্যকরী হয়নি ।



ছোট্ট একটা গল্প বলি -------

গত কয়েক দিন আগের একটা কথা বলি । আমি স্বপ্ন সুপার সপ এ গিয়েছিলাম । এ.সি.আই এরাসোল কিনি , গায়ে লেখা ১৫০ টাকা ভ্যাট সহ ।

কিন্তু বিল এ দেখি ১৫২.২৫ টাকা উল্লেখ করা । তাদের আমি জিজ্গাসা করি ভ্যাটসহ কথা টা লিখা কিন্তু ভ্যাট ১.৫ দেবো কেন ?



তারা জানায় সুপার স্টোর চার্য এবং এটা সরকারী কোষাগারে যায় ।



প্রশ্ন করা হয় এটা কি ভ্যাট এর মাধ্যমে যায় নাকি অন্য কোন হিসাবে সরকারী কোষাগারে জমা পরে ।



তারা বলেন এটা তারা জানেনা এবং বলতে পারবে না ।





তবে কথা হল টাকা গুলো যায় কোথায় ?





আমরা দুই-বার ভ্যাট দেইনা আমরা তিন-বার দেই । কিভাবে দেই সেটা পরে লিখবো ।সুতরাং আমাদের এগিয়ে আসতে হবে এর বিরুদ্ধে এবং দেশ কে এগিয়ে নেবার জন্য সরকারী নীতি অনুযাযী ভ্যাট পরিশোধ করতে হবে ।



রিয়াদ ফেরারী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.