নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াদ ফেরারী

xp

xp › বিস্তারিত পোস্টঃ

সাইরেনের ব্যবহার ( পর্ব ৩)

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৮

এবার দিয়ে আমার ৩য় বার লেখা হচ্ছে সাইরেনের ব্যবহার সাইরেনের ব্যবহার নিয়ে । জানিনা আমার লেখা কত খারাপ বা মানবের জন্য বোধগ্ম্য নয় । আমরা ছোট বেলা থেকে জেনেছি কেবল জরূরী সময়ে সাইরেন ব্যবহার করা হয়। ফায়ার ব্রিগেডের গাড়ি, হাসপাতালের এ্যাম্বুলেন্স ইত্যাদি জাতীয় বাহন কেবল তাদের জরূরী প্রয়োজনে সাইরেন ব্যবহার করবে । এবং ছোট বেলায় দেখতাম এই ব্যপার গুলো খুব ম্যানটেইন করা হতো । কিন্তু দিন দিন যা শুরূ হয়েছে তাতে সাইরেন কি বা ব্যবহার কি তা নিয়ে আমার মনে প্রশ্ন ।



এবার আসি কাল-কি হলো ---------------------



আমি অফিসের কাঝে বাংলা মটর যাচ্ছিলাম, হাতির ঝিল দিয়ে সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে বাংলা মটর যাবো । ঠিক সোনারগাঁও হোটেলের সামনে বা-লেনে আসতেই এক সরকারী গাড়ি সাইরেন বাজাতে শুরূ করলেন । গাড়িতে কেউ ছিলনা ড্রাইভার ছাড়া । ট্যাফিক সিগন্যাল পরার পর ও ঢাকা মেট্র-ঘ ১৩-৬৩০৫ গাড়িটি সাইরেন দিয়ে যাচ্ছে । আমি সি.এন.জি থেকে নেমে ড্রাইভার কে বলতেই বলে ঊঠলো স্যারে খাবার গাড়িতে, দেরী করা যাবে না ।



আমি ট্যাক্স দিয়ে ১ম শ্রেণীর নাগরীক হতে পারলাম না আর স্যারের গাড়ি ভি.আই.পি । হায়রে আমার দেশ, কোন ট্যাফিক ও কিছু বললো না ।



ছলবে ..............................





রিয়াদ ফেরারী

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.