নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াদ ফেরারী

xp

xp › বিস্তারিত পোস্টঃ

ঘুষ (?)

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩

ঘুষ শব্দের অর্থ উপঢৌকণ/ টিপস/উপরী আরো কত কি।

ঘুষ শব্দটি আমাদের সমাজে একটি অতি-প্রয়োজনীয় শব্দ হয়ে দাড়িয়েছে । কোন কাজ করতে বা করাতে গেলে ঘুষ শব্দটি চলে আসে । আমরাও কেমন যেন ঘুষ টা দিতে পছন্দ করি । এবং আমাদের দেশের কিছু কিছু লোক রয়েছে যারা ঘুষ খাবার হিসাবে খায় । প্রকাশ্য এবং বীর দাপটে ঘুষ খায় এবং ব্যবহার করে ।



আজ সকালের একটা প্রসঙ্গে বলি ----



সকাল ৯.০০ মিনিট , স্থান বনানী ১১ নং রোডের মাথায় । একজন ট্যাফিক, একজন সিপাহী এবং একজন র্সাজেন্ট দাড়িয়ে রীরের মত ঘুষ গ্রহন করে যাচ্ছে । তাদের সাথে একজন দালাল ও আছে । ট্যাফিক একটি একটি করে গাড়ি দাড় করাচ্ছে আর র্সাজেন্ট কাগজ দেখে দালালের হাতে তুলে দিচ্ছে, দালার পাশে গিয়ে কাগজসহ ড্রাইভারকে একটা সিমেন্টের দোকানে নিয়ে গিয়ে ঘুস/চাদাঁ আদায় করছে ।

আমি অনেক সময় দাড়িয়ে ব্যপারটি দেখছিলাম , হঠাৎ র্সাজেন্ট আমাকে চলে যেতে বললেন । পুলিশ তাই চলে এলাম কিন্তু খুব কষ্ট পেলাম তাদের ক্ষমতা দেখে ।



আজ সকালের একটা প্রসঙ্গে বলি ----





সকাল ৯.১৫ মিনিট , ষ্থান ১১ নং রোডের একটু ভিতরে যেখানে রিক্সা দাড়ায় । একজন আনসার রিক্সা প্রতি ৫ টাকা নিচ্ছে অর্ধেক বেলার পার্কিং চার্য । যে রিক্সা চালক টাকা দেবেনা সে দাড়াতে পারবে না । আমি কিছু সময় দাড়িয়ে দেখছিলাম, ব্যপারটা বুঝে আনসার সরে গেলেন ।



কি আর বলবো সবাই যারযার স্থানে চোর , হয়তো আমি ও। কিন্তু কবে আমরা ভাল হবো ।





রিয়াদ ফেরারী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.