নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
বেশ কয়েক দিন আগের ঘটনা।সন্ধ্যা ৭ টার মত বাজে,বাসায় ফিরব কিন্তু বাসে প্রচন্ড ভিড়। অনেক পরিশ্রান্ত ছিলাম, একটা সিএনজি ভাড়া করার চেষ্টা করলাম ।সিটি কলেজের সামনে অনেকগুলো সিএনজি দাড়িয়ে ছিল কিন্ত কেউ যাবে না। অবশেষে একজন রাজি হল:
-যাবেন ওমুক জায়গায়?
-যামু।
-কত?
-ওঠেন,দিয়েন যা মন চা্য়।( আহা সাধু সাধু,)
-১০০ টাকা দিব চলবে?
-১৫০ টাকা (চরম ভাব সহকারে)
অবশেষে সিএনজি ড্রাইভার ১০০ টাকাতেই রাজি হল এবং বল্লো আপনি যেখানে যাবেন গাড়ি সেখান থেকেই নেওয়া।গাড়ি স্টা্র্ট নেওয়ার সময় ড্রাইভার মিটার চালু করে দিল। সিএনজি নিছি কিন্তু কনট্রাক্ এ(১০০ টাকা)।গাড়ি চালানোর সময় সে ভ্যাজর ভ্যাজর করতে থাকলো রাস্তায় অনেক জ্যাম্ বলে।কয়েকবার ইন্জিন বন্ধ হল।চিন্তায় পড়ে গেলাম বাড়ি যাওয়া যাবে তো?বাড়ির কাছাকাছি গলির মুখে আসতেই চালকের আবদার-"স্যার এখানে নামলে হয় না।"
বাসায় আসার পর ভাড়া দেওয়ার সময় ড্রাইভার বল্লো আর ১০ টাকা বেশি দিতে কারন মিটারে ১০৬ টাকা উঠছে।আমি কিন্তু ১০০ টাকাই দিলাম চুক্তি মত।(মিটারে গেলে সিএনজি ড্রাইভারদের বোধহয় ইজ্জত থাকে না)
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:০১
মঈনউদ্দিন বলেছেন: