নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটাররা ইংলিশে দুর্বল।ইংলিশে কনভারসেশন করতে পারে না বলে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। বিষেশ করে পাকিস্তানের খেলোয়াড়দের ইংরেজির ঞ্জান খুবই সীমিত।আমিও ইংলিশ এ ভাল না।একবার পাকিস্তান ম্যাচ জেতার পর ইনজামামুল হক কে মাইকেল হোল্ডিং প্রশ্ন করলো-হোয়াট ইজ ইউর ফিলিংস আফটার বিয়িং আ ফাদার?
(তখন ইনজামাম ক্যাপ্টেন ছিল এবং সদ্য বাবা হয়েছিলেন।)
ইনজামাম-ফার্স্ট অব অল থ্যাংকস টু আল্লাহ।দেন দ্যা নেম কামস ফার্স্ট ইজ শহিদ আফ্রিদী।হি প্লেড এ গুড ইনিংস এ্যান্ড বোল্ড ওয়েল।দ্যা নেম কামস নেক্সট ইজ সোয়েব মালিক।হি প্লেড ওয়েল।আউয়ার বোলারস বোল্ড ওয়েল
এ্যান্ড উই ওন দ্যা ম্যাচ।
বাংলাদেশ ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অল-আউট হওয়ার পরে,এক সমর্থক ওয়েস্ট-ইন্ডিজ টিম বাসে ঢিল ছুড়ে। পুলিশ ওই লোককে ধরে জিঞ্জেস করে,-বাংলাদেশ খারাপ খেলছে,আপনি ওয়েস্ট-ইন্ডিজ বাসে ঢিল ছুড়লেন কেন?
লোকটা বললো-ক্রিস গেইল কে রুবেল হোসেন মনে করছিলাম।
-কিন্তু দুই জনের চেহারা তো দুই রকম।
-আরে রাখেন,অন্ধকারের মধ্যে দাত আর চোখ দেখে কিছু বোঝা যায়?
এই ঘটনা শোনার পর রুবেল হোসেন মন্তব্য করে,"বলছিলাম না, আমি দেখতে বিদেশীদের মত।"
ক্রিকেট খেলায় ব্যাটিং সাইডের প্রথম ৪জন ব্যাটসম্যান প্যাড পরে রেডি হয়ে থাকে।ওপেনাররা আউট হয়ে গেলে একে একে মাঠে প্রবেশ করে।একটা সময় ছিল, বাংলাদেশের দশ জন প্লেয়ারই প্যাড গ্লাভস পরে রেডি হয়ে থাকত।বলা যায় না, যদি দশ বলে দশ জন আউট হয়ে যায়!!!
একবার বাংলাদেশের ব্যাটিং আরম্ভ হয়েছে,খাবার আনতে লাইনে দাড়াইছি।আইসে দেখি খেলা শেষ।
একসময় সাংবাদিক ছিলাম।আদনান সামির ইন্টারভিউ নিতে পাকিস্তানে তার বাড়িতে গেলাম।মানুষের বাসায় বাথটাব কোথায় থাকে?অবশ্যই বাথরুমে থাকে।আদনান সামির বাথটাব দেখলাম,তার রান্নাঘরে রাখা।তাকে জিঞ্জেস করলাম, আপনার বাথটাব রান্নাঘরে কেন?
আদনান সামি বললো,"কিসের বাথটাব,ঐ টা আমার সুপের বাটি।"
©somewhere in net ltd.