নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
১ আমরা রাজনীতি,দলাদলি সব করতে পারব,কিন্তু তোমরা ছাত্ররা এসব করতে পারবা না।কারন, আমরা শিক্ষক।করলে ভাইবা বোর্ডে দেখে নেওয়া হবে।
২ আমরা শিক্ষক শিক্ষকরা মারামারি, গালাগালি,কাদা ছোড়াছুড়ি করতে পারব কিন্তু ছাত্ররা নিজেদের মধ্যে এসব করতে পারবে না।কারন আমরা শিক্ষক, তোমরা ছাত্র।তোমাদের ফেরেশতার মত হতে হবে নইলে ব্যাকলগ ধরায় দেওয়া হবে।
৩ আমরা ছাত্র বয়সে কেল্টামি ( অন্ধের মত লেখাপড়া করা) করছি।এখন শিক্ষক হবার পর নিলজ্জের মত গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করি,ডেটিং করি।কিন্তু তোমরা মেয়ে নিয়ে ঘুরতে পারবা না।কারন, আমরা শিক্ষক।আমরা সব করতে পারি। তোমাদের কেউ এসব করতে যেও না, ধরা পরলে ব্যাকলগ।
৪ আমরা ফাইল কপি করে সেসনাল(প্রাকটিকাল) এ পাস করছি,টিচার হবার পর অন্যের থিসিস চুরি করে জার্নালে প্রকাশের সময় ধরাও খাইছি।কিন্তু তোমরা ফাইল কপি করতে পারবা না,কারন আমরা শিক্ষক।আমরা সব পারি।
৫ আমরা ক্যাম্পাসে ভাংচুর করে,হলে আগুন দিয়ে, ক্যাম্পাস বন্ধ করে,পরিক্ষা পিছিয়ে, ৪ বছরের কোর্স ৬,৭ বছরে শেষ করছি।কিন্তু তোমরা পরিক্ষা ১ সপ্তাহও পিছাতে পারবা না।কারন,আমরা শিক্ষক।আমরা সব পারি।
৬ আমরা ৬ বছর লেখাপড়া করেও ৩ পয়েন্ট ৫ তুলতে পারি নাই,চিন্তার কারন নাই তোমাদেরও তুলতে দিব না।কারন, আমরা শিক্ষক।নাম্বার আমার বাপের সম্পত্তি।
৭ ব্যাক্তি জীবনে আমরা যথেষ্ঠ উচ্ছৃঙখল হতে পারি।বউ পিটিয়ে,গর্ভের বাচ্চা নষ্ট করে জেল খাটতে পারি,কিন্তু তোমাদের সুশৃঙখল ভাবে চলতে হবে সবখানে।কারন, আমরা শিক্ষক।আমরা সবকিছু করতে পারি।
(ভার্সিটির জুনিয়র ব্যাচের এক ছোট ভাই এর ফেবু স্টাটাস থেকে আইডিয়া নেওয়া)
ছাত্ররা শিক্ষকদের দেখে শিখবে।কিন্তু এই যদি হয় শিক্ষকের অবস্থা তাহলে ছাত্ররা কি শিখবে ইনাদের কাছ থেকে?
এলাকার লোকজন এইসব শিক্ষকদের কি চোখে দেখে তার একটি নমুনা:
এক টিচার গেছে বাস কাউন্টারে টিকিট কিনতে।বিরাট লম্বা লাইন।উনি লাইনের ধার ধারলেন না,লাইন ব্রেক করে কাউন্টারে এসে বললেন "আমি ভার্সিটির টিচার, আমাকে জলদি ১ টা টিকেট দেন।"
কাউন্টারে বসা টিকেট বিক্রেতা জবাব দিল,"বুজজি আপনি ভার্সিটির টিচার,এবার লাইনে দাড়ান।"
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ট্রেনিং দিতে হবে। অন্য চাকুরি অনেকেই করতে পারবে না, কারন তাদের প্রাক্টিকাল কাজের অভিজ্ঞতা নেই।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে ক্রমে সব শিক্ষককে শিক্ষক হওয়ার জন্য ট্রেনিং দিতে হবে, কিংবা সরায়ে অন্য চাকুরীতে নিতে হবে।