নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

মোহামেডান না আবাহনী?

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

একবার কলকাতায় গিয়েছি।এক রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিলাম-মিক্সড ফ্রাইড রাইস।ওই হোটেলে আবার মুসলিম-অমুসলিম সবাই খায়।পোর্ক,চিকেন সবই বিক্রি করে।অর্ডার দেওয়ার কিছুক্ষন পর এক ওয়েটার এসে জিঞ্জেস করলো:
-স্যার আপনি কি মোহামেডান?
-না।
-আপনাকে দেখে কিন্তু মোহামেডান মনে হয়।
-না,ভাই আমি আবাহনী।
-কোথা থেকে এসচেন (এসেছেন)স্যার?
-বাংলাদেশ থেকে।
-তাহলে তো আপনি মোহামেডান।
-কি আরম্ভ করলেন ভাই.....আমি আবাহনি,আমার বাবা আবাহনি,আমার চৌদ্দগুষ্ঠি আবাহনি।তো হইসে টা কি?
-আপনার নাম কি স্যার?
-বেলাল খান।
-দেখলেন স্যার,আমার কথাই ঠিক। আপনি মোহামেডান।
(আমি তখন জানতাম না মোহামেডান মানে মুসলমান।)


ডাক্তারের কাছে যান নি কখনো এমন লোক পাওয়া যাবে না।ডাক্তারের কাছে শিক্ষিত,অশিক্ষিত সব রকম রোগিই যায়।অশিক্ষিত রোগিরা ডাক্তারের কাছে গিয়ে কি সমস্যা করে তা নিয়ে এক ডাক্তার বই লিখেছেন।সেখান থেকে---

রোগির বাবা:ডাক্তার সাব, আমার ছেলের হাপানী আছে,ইনকিলাব (ইনহেলার)ব্যাবহার করে।
রোগির বাবা:ডাক্তার সাব, আমার ছেলে আর্টিস্টিক(অটিস্টিক)।
রোগির বাবা:আমার ছেলের হাইওয়ে (হাইট,ওয়েট) কত?
রোগির বাবা :ডাক্তার সাব আমার ছেলেকে প্রতিদিন ছয় মিলিয়ন ওষুধ খাওয়াই।(ছয় মিলি)।
রোগির মা:আমার বাচ্চাকে খিচুড়ী গ্যাংরিন(গ্রাইন্ডিং)করে খাওয়াই।
রোগী:আপনার একটা নেমপ্লেট দেন,নিয়ে যাই।(ভিজিটিং কার্ড)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

অাব্দুল্লাহ তাহির বলেছেন: আমরা মুসলিম। এটা গর্ব করে বলতে ভালবাসি।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মুসলমানদের ইমেজ খারাপ করার চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব।ধন্যবাদ আপনাকে।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: হাহাহা।ব্যাপক ভালো লাগলো... :)

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.