নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

বাংলা ছিঃনেমার শিক্ষনীয় বিষয়।

১৩ ই মে, ২০১৬ দুপুর ১:১২

বাংলা ছিঃনেমা থেকে আমরা যেসব জিনিস শিখতে পারি---
১ আপনি যতই গরীব হন না কেন,রিকশাওয়ালার কাছ থেকে ভাংতি নেওয়ার সময় আপনার নেই।
২ যখনই আপনি ধনী হয়ে গেলেন,তখনি আপনাকে স্যুট পরিধান করতে হবে।আপনি যদি পেশাদার সাতারুও হন,তাও।
৩ কেবলমাত্র বাংলা সিনেমাতেই আপনি ফুলের কাছ থেকে বাচ্চা পাবেন মানে,ফুলে ফুলে টোকা লাগবে আর "আপনি মা হতে চলেছেন,,,,,"
৪ গ্রামের মানুষদের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকতে পারে,কিন্তু জায়গামত ঠিকই শুদ্ধ বাংলা বলে--"এটাই জীবনের নির্মম পরিহাস,,,,,"
৫ ২৫ বছরের যুবক এবং ৪৫ বছরের পুরুষের মধ্যে একমাত্র পার্থক্য একখান কালো গোফ।অভিনেত্রিদের বেলাতেও এটা প্রযোজ্য।
৬ বাংলাদেশে ছেলেদের কমন নাম রাজু আর মেয়েদের সাগরিকা।
৭ গরিবের বাবা - বাপজান
মধ্যবিত্তের বাবা -বাবা
ধনীর বাবা -ড্যাডি
পরিবারে "আব্বু/আম্মুর" কোন জায়গা নেই।
৮ আপনার মা অন্ধ হয়েও শেলাই করে,যেন এটা তার একান্তই নিজস্ব ব্যাপার।
৯ খারাপ লোকেরা ধনী হতে পারে কিন্তু তাদের কাছে ইন্টেরিয়র ডেকোরেটরদের কোন স্থান নেই;তাদের রুমগলো চরম আগোছালো।
১০ লিপস্টিক,হিলজুতা আর ব্লাউজ নায়কদের জন্য আর টেনিসবল নায়িকাদের জন্য সংরক্ষিত।


যারা এখনও পড়েন নি তাদের জন্য।
(ইয়ামিন খানের ফেবু পেজ থেকে)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৬ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের লেখকেরা দেশের মানুষের জীবনকে তুলে ধরতে পারছে না; দক্ষতা কম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.