নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
তিন বন্ধুর মধ্যে গল্প হচ্ছে:কার মামা কত বড় শিকারি।একজন বললো,"সেরা শিকারি হচ্ছে আমার মামা।"
কি রকম?
"একবার তিনি গিয়েছেন সুন্দরবন,সঙ্গে আছে চাকর।চাকরের কাছে বন্দুক গুলি।হটাৎ একটা বাঘ এসে লাফ দিয়ে পড়ল মামার সামনে।মামা দেরি করলেন না।হুঙ্কার দিয়ে চাকরকে বললেন,'বন্দুক দে।'চাকর ঝটপট বন্দুক এগিয়ে দিল।এবার মামার হাক,'গুলি দে।'চাকর গুলি আনতে ভুলে গেছে।ঘাবড়ে গিয়ে বললো,'গুলি যে আনিনি স্যার,ভুলে গেছি।'মামা চোখ রাঙিয়ে দিলেন এক ধমক।কিন্তু বাঘ না মারলেও যে নয়।তাই খালি বন্দুক দিয়েই বাঘের দিকে এমন এক প্রানঘাতী ফায়ার করলেন যে,বাঘ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই শেষ।'
শুনে দ্বিতীয় বন্ধু বললো,'আরে তোর মামা আবার শিকারি নাকি?বন্দুক দিয়ে তো সকলেই বাঘ মারে।শিকারি হচ্ছে আমার মামা।গেছেন সুন্দর বনে।এক বিশাল বাঘ লাফ দিয়ে পড়েছে সামনে।মামা গর্জে উঠলেন,'বন্দুক দে।'কিন্তু এ চাকর তো বন্দুকই আনেনি।কাদো কাদো হয়ে বললো,'বন্দুক যে আনিনি স্যার,ভুলে গেছি।'কিন্তু বাঘ না মারলে তো নয়।মামা অগ্যতা হুঙ্কার দিলেন,'তবে গুলিই দে।'বলেই চাকরের হাত থেকে গুলিটা নিয়ে তাই দিয়ে করে দিলেন বেমক্কা এক ফায়ার।বাঘ জায়গাতেই শেষ।'
তৃতীয়জন হেসে বললো,'আরে তোদের মামারা আবার শিকারি হল নাকি?বন্দুক গুলি এসব দিয়েই তো লোকে বাঘ মারে।শোন কি দিয়ে মেরেছিল আমার মামা।গেছেন সুন্দরবনে।সামনে লাফিয়ে পড়েছে এক বেয়াদব বাঘ।বুঝতে পারে নি কার সামনে পড়েছে।মামা গর্জন করে চাকরকে বললেন,'বন্দুক দে।'চাকর বললো,'বন্দুক যে আনিনি স্যার।'মামা বললেন,'গুলি দে।'চাকর বললো,'ওটাও যে ভুলে গেছি।'মামা হুঙ্কার দিয়ে বললেন,'তবে লাইসেন্সটাই দে।'বলে সেই লাইসেন্স দিয়ে এমন এক ফায়ার করলেন যে,বাঘ মুহূর্তে স্পট ডেড।
লাইসেন্স দিয়ে বাঘ মারা যায় না।কিন্তু একজন শিকারির লাইসেন্স থাকতে হয়।তা না হলে শিকারির বন্দুক ,গুলি অবৈধ হয়ে যাবে,তাকেও জেলে পোরা হবে।১৯৭১ সালে আমাদের জাতি স্বাধীনতা নামের একটি লাইসেন্স পেয়েছিল।
লাইসেন্স থাকলে একজন মানুষের অস্ত্র বৈধ হয় ঠিকই,কিন্তু লাইসেন্স থাকলেই একজন মানুষ শিকারি হয়ে যায় না।শিকারি হতে হলে, স্বাস্থ্য,শক্তি,যোগ্যতা,সাহস,ক্ষিপ্রতা,প্রশিক্ষন,মনোবল,নিষ্ঠা,জয়ের দুর্বার আকাঙ্ক্ষা কত কিছুই না লাগে।তবেই না মানুষ বড় শিকারি হয়।একইভাবে আজকে আমরা যদি জাতিকে বড় করতে চাই তাহলে ওই শুধু লাইসেন্স দিয়ে,পতাকা দিয়ে হবে না।লাগবে চেষ্টা,পরিশ্রম,আবেগ,বুদ্ধি,যোগ্যতা,সাধনা,শ্রম,ত্যাগ-তিতিক্ষা,জ্ঞান,বিবেক,আত্মোৎসর্গ-তবে না আমাদের দেশ বড় হবে।আমরা পৃথিবীর সামনে মাথা উচু করে দাড়াব।
(আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার এর বক্তৃতা থেকে ইষৎ সংক্ষেপিত)
০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:৫২
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ মানবী।উনার লেখা পড়লে,কথা শুনলে মন ভালো হয়ে যায়।ভালো লাগাটা সবার সাথে ভাগ করে নিলাম।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৫৩
মানবী বলেছেন: আব্দুল্লাহ্ আবু সাঈদ স্যারের মতো এমন কথার জাদুকর আর সুবক্তা আমাদের দেশে দ্বিতীয়টি নেই।
আমরা লাইসেন্স দিয়েই শিকার করে চলেছি আর তাই প্রতিদিন কয়েক বছর পিছিয়ে পড়ছি উন্নয়নশীল পৃথিবীর চেয়ে।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ জাহিদুল ইসলাম২৭