নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
ঢাকার পাবলিক ভার্সিটিতে পড়ে এক ছেলে।ঢাকায় গিয়ে ইয়ো হয়ে গেছে। সেই ছাত্র ছুটিতে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে বাবার সাথে দেখা হতেই বললো,”ইয়ো, বাবা।ওয়াটস আপ?হাউ আর ইউ?
বাবা বললো,”কিরে এতদিন পর বাড়িতে আসলি,সালাম টালাম তো কিছু দিলি না।”
ছেলে বললো,” আরে বাবা এখন সামনা সামনি সালাম দেওয়া লাগে না। ফেবু ইনবক্সে সালাম পাঠায় দিছি।দেইখা নিও।”
কিছুদিন পর ছেলে ঢাকা ফিরে আসবে। বাবাকে বললো,”ঢাকা চলে যাচ্ছি,হাত খরচের টাকাটা দাও।”
বাবা বললো,”ইনবক্সে ৫০০ টাকার নোটের অনেকগুলি ছবি পাঠায় দিয়েছি।ডাউনলোড করে নিও।”
এই কৌতুকটি শুনিয়েছে আনোয়ারুল আলম সজল।তিনি মিরাক্কেল চ্যাম্পিয়ন,স্ট্যান্ড-আপ কমেডিয়ান,জোক্সের বই এর লেখক,ইউটিউবার,টেলিভিশন শো’র উপস্থাপক।আবার রেডিওতে গাজাখুড়ি গল্পও করেন।তার আছে হাজার হাজার ভক্ত,ফলোয়ার।এতো সব গুন থাকতেও এতোদিন তিনি ছিলেন অশিক্ষিত।কিছুদিন আগে তিনি শিক্ষিত অর্থাৎ গ্রাজুয়েট হয়েছেন(বর্তমান সমাজ বাস্তবতায় গ্রাজুয়েট না হলে শিক্ষিত বলা কঠিন।গ্রামের মেয়েরা অনেকেই এখন মাস্টার্স পাস)।তা এই বুড়ো বয়সে(৩০+)যখন তিনি স্নাতক হয়েছেন তা কোন শিক্ষা নিয়ে ব্যাবসা করা প্রতিষ্ঠান থেকেই হয়েছেন।শিক্ষা মানুষকে উদার করে,মন কে বড় করে,মানুষকে মানুষ করে কিন্তু তাকে বানিয়েছে আপাদ-মস্তক একটা ভাড়(যদি কিছু শিক্ষা লাভ করে থাকে)।পড়াশোনার সময়টা এপাড়-ওপাড় বাংলা ঘুরে বেড়িয়েছেন আর এখন সনদ ব্যাবসায়িদের কাছ থেকে সনদ কিনছেন।তিনি এরকম গল্প বা জোক্স করতে পারেন।তবে তা শুধু তার মত আদু ভাইদের সার্কেলে;জাতীয় প্রচার মাধ্যমে নয়।তারা একই পদের হওয়ায় আমোদিত হবে।বাদবাকিরা হবে বিরক্ত।কারণ সবাই জানে আঙ্গুর ফল টক,যখন সেটা পাওয়া না যায়। এই পুরানো বিতর্ক তিনি নতুন করে শুরু করার চেষ্টা করলেন বলেই আমি দু লাইন লিখলাম।কৌতুক করেন বলেই সবকিছু নিয়ে কৌতুক করতে পারেন না।কৌতুকেরও একটা মা-বাবা আছে।এই জাতীয় উস্কানিমূলক ,বিরোধ সৃষ্টিকারী জোক্স পরিবেশন সজলের অক্ষমতা আর নিম্ন মন-মানসিকতার প্রকাশ ছাড়া আর কিছু নয়।
ত্যাড়াবেড়া চুলের কাটিং আর থুতনির নীচে দাড়িতে তার নিজেকেই খুব একটা সভ্য দেখায় না।তিনি আবার আসছেন অন্যকে ইয়ো ট্যাগ লাগাতে।ভাইরাল শো করেও ইদানিং ভাইরাল হতে না পেরে এখন মার্কেট ধরার জন্য বিতর্ক তৈরীর চেষ্টায় আছেন মনে হচ্ছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আছে,তবে পাবলিক বা প্রাইভেট ট্যাগ লাগানোর কিছু নেই।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১১
কনফুসিয়াস বলেছেন: ইয়ো! জাহিদুল ইসলাম ভাই, ওয়াটস আপ!
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মুই ভালো আছি বাহে।আন্নে কিরাম আছেন?
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: এই রকম ইয়ো বহু আছে আশে পাশে।