নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
আমাদের নিরাপত্তা কে দেবে?পুলিশ,প্রশাসন,র্যাব নাকি সরকার?আমরা আমাদের প্রাত্যাহিক জীবনে এমন সব কাজ করি বা এমন সব জায়গায় যাই যে আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেই।যেমন:আপনি শহরের বাসায় তালা দিয়ে কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন।ফিরে এসে দেখলেন তালা ভেঙে আপনার ঘরে চুরি হয়েছে।আপনি ব্লেম দিলেন--পুলিশ কি করে? নাইট গার্ড কি করে.....ইত্যাদি। অথচ দোষ কিন্তু আপনারও কম না।যে তালাটি বাসায় লাগিয়ে গিয়েছিলেন সেটি ছিল একটি নিম্নমানের তালা।দোষ দিলে সবাইকেই দোষ দেওয়া যায়। যেমন ধরেন---রাত করে বাড়ি ফেরার সময় গলির মুখে ছিনতাইকারী আপনার সবকিছু ছিনতাই করে নিল।আমি দোষ ধরতে পারি --আপনি এতো রাত করে সেই গলি দিয়ে যাচ্ছিলেন কেন?এলাকার পরিস্থিতি আপনি জানেন না?
আবার আমরা বন্ধু-বান্ধব বা পরিচিত কারো ফোন পেয়ে বাড়ির কাউকে কিছু না জানিয়েই তার সাথে দেখা করতে চলে যাই।এরপর বিপদে পড়লে আমাদের ট্রেস করা যায় না বা করা গেলেও অনেক সময় লাগে।বিপদ যে কোন দিক থেকে আসতে পারে;আপনার পরিচিতজনদের কাছ থেকেও আসতে পারে।বলছি না যে সামাজিক মেলামেশা বন্ধ করে দিন বরং সচেতন থাকুন--কোথায় যাচ্ছেন তা বাড়ির কাউকে জানিয়ে তারপর যান।
কিছুদিন আগে এক তরুণী রেপের স্বীকার হয়েছে।ফোনে অল্প দিনের পরিচয়ে সে তার স্বল্প পরিচিত ছেলেটির সাথে সাভারে দেখা করতে গিয়েছিল।সেখান থেকে ছেলেটি তাকে লং ড্রাইভের/বাইক রাইডের কথা বলে নির্জন স্থানে নিয়ে যায়। তারপর সেই ছেলে তাকে ধর্ষন করে। পরদিন সেই মেয়েকে কোন ভাবে ডেকে এনে বন্ধুদের নিয়ে গণ-ধর্ষন করে। মেয়েটির অবস্থা খারাপের দিকে গেলে তারা তাকে সাভারের একটা হাসপাতালে ভর্তি করতে যায়।তখনই তারা পুলিশের হাতে ধরা পড়ে। যাকে আপনি ভালো মতো চেনেন না তার সাথে আপনার দেখা করার দরকারটা কি?আবার তার সাথে নিরিবিলি স্থানে চলে যাচ্ছেন।
এভাবে নিজেকে অনিরাপদ করে ফেললে কেউ নিরাপত্তা দিতে পারবে না।নিজের নিরাপত্তা প্রথমে নিজেকেই নিশ্চিত করতে হবে;বিশেষ করে আমাদের দেশে।তারপর বিপদে পড়লে আমরা সরকার,প্রশাসনের কাছ থেকে নিরাপত্তার না পাওয়ার অভিযোগ করতে পারি।
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: নারী পুরুষ সবার কথাই তো বললাম(লিখলাম)।আপনি তো ভয় ধরায় দিলেন। না জানি কতো গালি খাইতে হয়।
২| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩
নেওয়াজ আলি বলেছেন: সামাজিক অনাচার বেড়ে গিয়েছে। পারিবারিক শিক্ষা ভালো দরকার ।
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অতি সত্য কথা।আপনার সাথে একমত।
৩| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩
ভুয়া মফিজ বলেছেন: অতি সত্যি কথা লিখেছেন। একমত আপনার সাথে।
দেশে থেকেও যারা দেশের পরিস্থিতি বোঝে না, তারা বিপদে পড়বেই। শুধুমাত্র অবহেলার কারনে যদি কেউ বিপদে পড়ে, সেটার দায় তারও কম না।
১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: একমত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।একটু সচেতন হয়ে,পরিস্থিতি বিচার-বিশ্লেষন করে চললে অনেকটা নিরাপদ থাকা যায়।
৪| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
খোলা মনের কথা বলেছেন: অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো কমবয়সী মেয়েদের ভয়কংর বিপদের দিকে নিয়ে যাচ্ছে তারপরও তারা সচেতন নয়। চোখের সামনে একই সমস্যা দেখেও কমবয়সী মেয়েগুলো আবেগে একই ভুল করছে। এগুলো শিক্ষা সচেতনার অভাব
১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অবশ্যই সচেতনতার অভাব।উঠতি বয়সী ছেলে মেয়েদের যেন প্রেম করতেই হবে।নিজের ভালো মন্দ বুঝে ওঠার আগে তাদের এই প্রেম রোগে আক্রান্ত হওয়া ঠেকাতে হবে।
৫| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১
একাল-সেকাল বলেছেন:
পরিবার দিচ্ছে অবাধ স্বাধীনতা আর রাষ্ট্র দিচ্ছে অবাধ বিনোদন।
দুয়ে মিলে আলিঙ্গন, অমত করলেই ধর্ষণ।
১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: পরিবার ও রাষ্ট্রের অনেকটা দায় আছে।কিন্তু এসব বললেন তো আপনি জামাত,শিবির,ছাগু ,প্রগতীর বিরোধী।
৬| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৫
একাল-সেকাল বলেছেন:
সমস্যা তো এখানেই, রেডিমেড লেবেল, লাইনে পরলেই ঘাড়ে সেটিয়ে দেয়।
১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনার কমেন্ট পড়ে হাসতেই আছি। যথার্থ বলেছেন।
৭| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২১
একাল-সেকাল বলেছেন:
কাঁদো বাঙালি কাঁদো বলার লোক আছে,
হাস বাঙালি হাস বলার কেউ নাই,
নিজ দায়িত্তেই হাসতে হবে যে,
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ শীতকালে ঠোটের যত্ন নিয়েন, হাসতে সুবিধা হবে। ভাল থাকবেন, ধন্যবাদ।
১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৪
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: নিশ্চয়।আপনাকেও ধন্যবাদ পোস্ট পড়ার জন্য ও মূল্যবান মতামত দেওয়ার জন্য।আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।
৮| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে আবার কিসের নিরাপত্তা?
১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১০
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ভাই, রাগ করলেন মনে হয়।সবারই নিরাপত্তা প্রয়োজন।তবে নিজেদের নিরাপত্তার দিকে নিজেদের আগে লক্ষ্য রাখতে হবে।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০
একাল-সেকাল বলেছেন:
আপনি তো ভাই নারী স্বাধীনতার মুখে বমি করে দিলেন ! নারীবাদীদের থেকে সাবধান !!