নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
মেয়েরা যখন বাপের বাড়ি থাকে তখন ঘর মুছে,ভাত রেধে,বাসন মেজে,ছোট ভাই বোন সামলিয়ে কূল পায় না।তাদের নবাবী শুরু হয় স্বামীর বাড়ি আসার পর--তখন তাদের তিনটা কাজের বুয়া ছাড়া চলে না।একটা বুয়া সকালে আসে,আরেকটা সন্ধায় আসে। এর পাশাপাশি একটা ছোট কাজের মেয়ে বাধা হিসেবে থাকে।তার কাজ মশারি টাঙানো জাতীয় হালকা কাজ আর কর্ত্রীর গা ম্যাসেজ করে দেওয়া।বিয়ের আগে মেয়েরা সুন্দরী,সুশ্রী,আকর্ষনীয় দেহ সৌষ্ঠবের অধিকারী থাকে তা তারা ওই কর্মময় জীবনের মধ্যে থাকে বলেই।বিয়ের পর তারা একেক জন যে বিরাট চাল কুমড়ায় পরিণত হয় তা কেবল পিলের কারনে নয়;বিবাহ পরবর্তী তাদের আয়েশী -বিলাসী,আলস্যে ভরা জীবন যাপন পদ্ধতীর জন্যও।
বিভিন্ন গবেষনা এবং সুশীল সমাজের মাধ্যমে আমরা জানতে পারি গৃহিনীরা ঘরের অভ্যন্তরে যে শ্রম দেয় তার মূল্য কোটি কোটি ডলার।আসুন দেখি এদেশের নারীরা ঘরে কি কি কাজ করে---
১.তারা আসলে এই একটা কাজই করে,তা হলো--কাজের বুয়াদের কাজ তদারকি করা।পরিবারে সন্তান সন্ততি থাকলে তারা কাজের বুয়ার হাতেই এক প্রকার লালিত পালিত হয়।আগে মায়েরা সন্তানদের লেখাপড়া দেখিয়ে দিত ।এখনকার গৃহিনীরা সারাদিন কাজ করে(?) ভীষন ক্লান্ত থাকে।তাই থ্রীতে পড়া বাচ্চাকে তিনটা কোচিং এ দিয়েই তারা “খাল্লাস”।
২.জী-বাংলায় ঘন্টার পর ঘন্টা ভারতীয় সিরিয়াল দেখা এবং সেখান থেকে মিস কনসেপ্ট গ্রহণ করা।
৩.যেহেতু তাদের হাতে প্রচুর অলস সময় থাকে,তারা সে সময়টা পর-চর্চা,পরনিন্দা,কুটনামি,গীবতে ব্যায় করতে পারে এবং করেও।এক্ষেত্রে জী বাংলার সিরিয়াল আর তাদের অলস মস্তিস্ক তাদের সাহায্য করে।
৪.বয়স্ক মহিলা হলে ছেলের বউ এর দোষ,খুঁত ধরতে,তার বদনাম করতে,তার সাথে ঝগড়া করতে মুখিয়ে থাকা।
৫.আত্মীয়-স্বজনের কান-কথা ,ভাঙানি শুনে ঘরে অশান্তি ডেকে আনা।
৬.কিছুদিন পর পর দামী শাড়ি,গয়না বা এটা-সেটার বায়না ধরে স্বামীর মাথা খারাপ করে ফেলা।
নিজের মা,বউ, বোন বলে কথা না--হাউজ ওয়াইফগুলো চূড়ন্ত রকমের কুটনা ও সংকীর্নমনা হয়ে থাকে।এদেরকে সবসময় শাসনে রাখা প্রয়োজন।এসব হাউজ ওয়াইফ নামের পটের বিবি থেকে সবসময় সাবধান--হোক সে নিজের হাউজ ওয়াইফ বা অন্যের।
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এখন বলার কথা যায় না বলা।নারীবাদের যুগ,সুশীলদের যুগ।
২| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চরম একপেশে লেখা হলেও অনেকগুলো চরম সত্য!...
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৬
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: নারীদের কথা বলার লোকের অভাব নেই। আমি না হয় পুরুষদের কথা বললাম।সত্যগুলো উপলব্ধি করার জন্য ধন্যবাদ।
৩| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৮
নেওয়াজ আলি বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৬
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ভাই, আপনি কি ভাষা হারিয়ে ফেলেছেন?
৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য !!!!!
২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১:২৪
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ নূরূ চাচা।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: কথা তো ন্যায্য বলেছেন।