নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

কিছু ভিন্ন ধরনের নির্বাচনী মার্কার প্রস্তাব।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬


আমাদের সমাজে প্রচলিত নির্বাচনী মার্কাগুলো একদম সেকেলে।বেশির ভাগই তুচ্ছ বস্তুগত জিনিসের নামে মার্কা ও তার প্রতীক।যেমন-ঘড়ি,ঘুড়ি,রেডিও, লাটিম,আনারস, ঠেলাগাড়ি,মোবাইল ,কুলা,কলসি মার্কা ইত্যাদি।এসব বস্তুগত জিনিসের সমস্যা হলো এগুলোর দাম ঠিক থাকে না--আজকে দাম আছে,কিছুদিন পর দাম নাই।দাম পড়ে গেছে।আর এই জিনিসগুলো ভঙ্গুর,ব্যাবহারে জীর্ন হয়ে যায়,নষ্ট হয়ে যায় অবমূল্যায়িত হয়।এসব জিনিস মার্কা হবে কেন? আমার মতে মার্কা হওয়া উচিত বিমূর্ত কিছুর।এগুলোর অর্থমূল্য নেই কিন্তু এগুলো অমূল্য।দাম কমে যাওয়ার উপায় নেই,নষ্ট হওয়ার ভয় নেই।
এরকম কিছু মার্কা ও তার প্রতীক প্রস্তাব করছি। প্রতীকগুলো সিম্বলিক----
১.চেতনা মার্কা: এটার প্রতীক উচু করে তোলা আঙুল বা বিশেষ কোট।
২.উন্নয়ন মার্কা: এটার প্রতীক বাংলাদেশের উৎক্ষিপ্ত একমাত্র স্যাটেলাইট।
৩.উন্নয়নের মহাসড়ক মার্কা: এটার প্রতীক নির্মানাধীন পদ্মা সেতু।
৪.উন্নয়নের জোয়ার মার্কা: এটার প্রতীক পায়রা গভীর সমুদ্র বন্দর।
৫.স্বাধীনতার ঘোষনা মার্কা: এটার প্রতীক মাইক্রোফোন বা কাঠের ড্রাম।
৬.কবিতা মার্কা:এটার প্রতীক পল্লিবন্ধু কবিরাজ এর নির্বাচিত কবিতা বইয়ের ছবি বা প্রচ্ছদ।
৭. নিরপেক্ষ মার্কা: এই মার্কা কোন প্রার্থি পাবে না। কমিশন নিজেরা জন সচেতনতামূলক মিটিং -মিছিল করলে এটা ব্যাবহার করবে।এর প্রতীক শিশু এবং .....।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩

নূর আলম হিরণ বলেছেন: গ্রেনেড মার্কা কোন ক্যাটাগরিতে পড়বে।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধ্বংসাত্মক শক্তি ক্যাটাগরিতে পড়বে।কেউ এই মার্কা নিবে বলে মনে হয় না।

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'বিবেক' মার্কা - ইসি মাহবুব তালুকদার।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: দারুন বলেছেন ।এটার প্রতীক হওয়া উচিৎ মানব মস্তিস্ক।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: ফানি।

২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে।রাজনীতি আকর্ষণ করে না।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

একাল-সেকাল বলেছেন: লগি বৈঠা কি কেউ পাবে ? নাকি এটা নিক কর্তৃক সংরক্ষিত ! B:-)

২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: যে কেউ ইচ্ছে করলে নিতে পারে। আমি নেওয়ার পরামর্শ দিব না। কারন লগি,বৈঠা পচে নষ্ট হওয়ার আশঙ্কা আছে।আমি অক্ষয়,মূল্যবান বিমূর্ত কিছু মার্কার খোজ করেছি।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।রাজনীতি আকর্ষণ করে না।

স্বচ্ছ রাজনীতি দরকার।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনি সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.