নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

নাম নিয়ে যতো কথা।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৯


নাম মানুষের এমন জিনিস যা সেই মানুষের চেয়ে অন্যরা বেশি ব্যাবহার করে।এদেশে মানুষ ছেলেমেয়ের নামকরনের জন্য শ্রুতিমধুর,শুভ অর্থবহ নাম খোজে ।এখন অবশ্য আরেকটা ক্রাইটেরিয়া যোগ হয়েছে---নাম আন-কমন হতে হবে।বছর দশেক আগে কি একটা ট্রেন্ড চালু হল,সবাই গণহারে ছেলেদের নাম আহনাফ আর মেয়েদের নাম রাইসা রাখা শুরু করলো।এরপর শুরু হল প্রিয়াংকা যুগ। যে মেয়ের নাম সখিনা সেও বলতে শুরু করলো তার নাম পিয়াংকা(অনেকে প্রিয়াংকা উচ্চারণ করতে পারে না)।অর্থাৎ নাম বা নিক হতে হবে প্রিয়াংকা।তারও বহু আগে নব্বইয়ের দশকে একবার শুরু হল আরবী কায়দায় ইবনে,বিনতে দিয়ে নাম রাখার চল।
হুমায়ূন আহমেদ জানাচ্ছেন আমেরিকান লোকদের বিচিত্র নামের কথা। তার পরিচিত দুজন লোকের নাম ছিল যথাক্রমে ফক্স টেইল ও অক্স ব্যাক।
ঢাকার একটি নামকরা কলেজের রসায়নের এক টিচার তার তিন ছেলের নাম রেখেছিলেন জৈব যৌগের নামে--ইথেন,মিথেন,প্রোপেন। অবিশ্বাস্য ঠেকলেও বিশ্বাস না করে উপায় ছিল না।স্যার প্রাইভেট পড়ানোর সময় তার ছাত্রদের সামনেই তার ছেলেদের ইথেন,মিথেন,প্রোপেন বলে ডাকতেন।
অন্যপ্রকাশের মাজহার হুমায়ূন আহমেদের কাছে তার ছেলের জন্য নাম চাইলেন। হুমায়ূন আহমেদ নাম দিলেন অরন্য। মাজহার এই নাম রাখতে রাজী হলেন না। ছেলের নাম অরন্য রাখলে ছেলের স্বভাবে বন্য ভাব চলে আসতে পারে।
নামের প্রভাব সবসময় ইতিবাচক নাও হতে পারে।অনেকে ছেলের নাম রাখে সালেহ অর্থাৎ ভালো। অথচ ছেলের যন্ত্রনায় টেকা দায়।ছেলে দুষ্টের শিরোমণি।
হুমায়ূন আহমেদকে একবার তার পরিচিত একজন তার সন্তানের জন্য নাম ঠিক করে দিতে বললেন।শর্ত দুটো-- নাম ‘আ’ দিয়ে শুরু হতে হবে এবং নামের অর্থ নদী হতে হবে।হুমায়ূন আহমেদ তাকে বললেন,‘আড়িয়াল খা নাম রাখুন।নাম আ দিয়ে শুরু এবং নামের অর্থ নদী।’
এগুলো মোটামোটি সবারই জানা।আর পুরনো কথায় না যাই।
অনেক বাচ্চার নাম রেলগাড়ীর মত দীর্ঘ থাকে।নাম জিজ্ঞেস করলে নিজের নাম বলে নিজেই হাপাতে থাকে। যেমন--অনেকের নাম হয় মোহাম্মদ আবু আফতাব ছালে মোহাম্মদ ফজলে এলাহী আতা।নামের মধ্যে দুইবার মোহাম্মদ,কোন মানে হয়?
অনেকের বাল্যকালে একাধিক নাম থাকে।বাবার দিকের আত্মীয়রা এক নামে ডাকে,মার দিকের আত্মীয়রা আরেক নামে ডাকে।আমরা যেখানে থাকতাম সেখানে একবার নতুন একটা ছেলে আসলো।৬-৭ বছর বয়স। পিয়াস,তমাল,সঞ্জয়সহ তার মোট ২৬ টা নাম ছিল।কোনটা তার ঠাকুর মা রেখেছে,কোনটা রেখেছে তার পিসে;কোনটা পিসি,কোনটা খুড়ি,কোনটা মাসি,কোনটা ওমুক দিদি,কোনটা তমুক দিদি রেখেছে।আমরা মাঝে মাঝেই তার সবগুলো নাম শুনতে চাইতাম।সে উৎসাহের সাথে এক মিনিটের কম সময়ে একটানে তার বাকি নামগুলো মুখস্তের মতো করে উগড়ে দিত।
আমাদের সেই বিল্ডিংয়ের নীচ তালায় এক আন্টি ছিল।উনি তার মেয়ের নাম ঠিকমতো বলতে পারতেন না। কেউ তার মেয়ের নাম জিজ্ঞেস করলে তিনি বলতেন তার মেয়ে নাম ‘ ফিংকি(পিংকি)’।আন্টির বাড়ি ছিল নোয়াখালি।
মানুষ এমন অনেক নামকরন করে যা লেখালেখি বা সাহিত্য সংক্রান্ত।লেখালেখি সংক্রান্ত মানুষের নাম---
১.কবিতা
২.পদ্য
৩.রচনা
৪.কাব্য
৫.লিখন
৬.লেখা বা চিত্রলেখা।
৭.সনেট
৮.ভূমিকা
৯.সূচনা
১০.রুপকথা।(নাটকিয় নাম,বাস্তবে পাই নাই)
১১.লেখক(লেখক ভট্টাচার্য)
এর বাইরে কিছু থাকলে আপনারা যুক্ত করুন।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবচেয়ে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন:
সম্ভবত অর্থগত দিক থেকে বললেন।আমার কাছে নামটা সৌদি রাজা-বাদশাহদের নামের মত মনে হয়।

২| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

শাহিন-৯৯ বলেছেন:


নাম দিয়ে কাম কি গুনে পরিচয়।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কথা সঠিক।তবে নামকরণ গুরুত্বপূর্ণ।একটা মানুষ সারা জীবন সেই নাম বহন করবে।

৩| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০০

নতুন বলেছেন: দেশে অনেকেই আরবী নাম রাখে।

এবং বাংলা নামকে হিন্দু নাম ভেবে এড়িয়ে যায়।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এখন মানুষ আরবী ছাড়াও পশ্চিমা কেতায় নাম রাখে।

৪| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: নাম কোনো ব্যাপার না। আসল হলো কর্ম।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কোন সন্দেহ নেই।তবে একটা চলনসই নাম থাকা সৌভাগ্যের ব্যাপার।অনেক সময় দেখা যায় যার নাম আকন্দ্ সে সবাইকে বলে বেড়ায় তার নাম একন।

৫| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:৩২

নেওয়াজ আলি বলেছেন: বৃক্ষ তার ফলে পরিচয়

১৩ ই জুন, ২০২০ রাত ৯:৫৭

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: জ্বী ভাই।বৃক্ষ তোমার নাম কি,ফলে পরিচয়।

৬| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:৪৩

বিজন রয় বলেছেন: আরো আছে....

০১. আবৃত্তি
০২. গল্প
০৩. সাহিত্য

তিন জনই আমার পরিচিত।

১৪ ই জুন, ২০২০ রাত ১:১১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধন্যবাদ বিজনদা।নামগুলো বেশ আনকমন,সচরাচর শোনা যায় না।

৭| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: চয়নিকা নাম আছে। এটাকে লেখালেখি বলে চালিয়ে দেয়া যায় মনে হয়।

মাখন লাল সরকারের ইংরেজি নাম হবে বাটার রেড গভমেনট।

১০ ই আগস্ট, ২০২০ রাত ১:৩৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: জ্বী যায়,নামটাও সুন্দর।বাটার রেড গর্ভমেন্ট!!! .....ভাই হাসতে হাসতে চোখে পানি এসে গেল।পড়ার ও মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.