নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
বাংলাদেশের আধুনিক নারীরা সবাই কৈশরে----
১)টম বয় ছিল।
২)বাইসাইকেল চালাতো।
৩)থ্রী কোয়ার্টার প্যান্ট পড়তো।
৪)ফুটবল, ক্রিকেট খেলতো।
৫)দুষ্ট বা চঞ্চল প্রকৃতীর ছিল।
৬)ঢাকায় থাকতো।(থার্ড গ্রেডের টিভি চ্যানেল,রেডিওতে ইন্টারভিউ দেওয়ার সময় এই জিনিসটা একটু জোর দিয়ে দুইবার বলতে হবে।)
আমার বিভিন্ন বয়সী খালাতো/মামাতো বোন আছে।সবাই ঢাকার স্থায়ী।কাউকে কোনদিন দেখলাম না উপরের শর্ত পূরন করে টম বয় হতে বা থ্রী কোয়ার্টার শর্টস পড়তে।তাহলে কি তারা আধুনিক না? নাকি সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা না বলতে পারলে আধুনিক হওয়া যায় না?
এই আধুনিকারাই কচুর লতি কিনতে বাজারে যাওয়ার সময় সবাইকে শুনিয়ে বলে---যাচ্ছি "শপিং" করতে।
অফটপিকঃএই পোস্ট অনুমোদিত হলে আপনার পড়া কিছু ভালো উপন্যাসের/বই এর নাম সাজেস্ট করে যান।অনুদিত বই,হুমায়ুন ,হক সাহেবের বই বেশী পড়া হয়।কিছু দিনের মধ্যে কুরিয়ারে বই আনাবো।মিশিও কাকুর ফিজিক্স অব দ্য ইমপসিবল বইয়ের অনুবাদ কেমন?
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২২
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অবাক হলেন মনে হয়?
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৪
অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে আধুনিকতার সংজ্ঞা কি?
বিকৃত বাংলায় কথা বলা, হিন্দি ছবির নায়ক-নায়িকা হওয়ার অপচেষ্টা করা, কোনো ভালো বই না পড়া, নিজের দেশ-জাতি সম্পর্কে কিছু না জানা.মদ-মাদক-শীষা খাওয়া, ডিস্কোতে যাওয়া,পশ্চিমের ভালো সবকিছু বাদ দিয়ে খারাপ জিনিসগুলির নকল করা।
নারী-পুরুষ সবার জন্যই এই বিকৃত আধুনিকতার সংজ্ঞা প্রযোজ্য।
আমার কাছে বেগম রোকেয়া-অরুন্ধতী রায় আধুনিক, তসলিমা বা সাবান সুন্দরীরা না, যারা এর মানেই জানে না।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অতি সত্য কথা বলেছেন।খারাপ জিনিসগুলো যেন আমাদের চুম্বকের মতো আকর্ষন করে।এক নারীবাদি নারীকে বেগম রোকেয়ার কথা বলেছিলাম।বলেছিলাম শালীনতা বজায় রেখেও তিনি আধুনিক ছিলেন।উনি বললেন রোকেয়া তার সময়ে আধুনিক ছিলেন,এখন ব্যাকডেটেড।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুখ বাকিয়ে সেলফি তোলা আর
গুরুজনদের অশ্রদ্ধা করার অপর নাম
আধুনিকতা !!
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: গুরুজনদের যারা অশ্রদ্ধা করে, তারা সেই অশ্রদ্ধা-অসম্মান জুনিয়রদের কাছ থেকে সময়মতো ফেরত পাবে।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৪
অনল চৌধুরী বলেছেন: উনি বললেন রোকেয়া তার সময়ে আধুনিক ছিলেন,এখন ব্যাকডেটেড- এইসব মূর্খদের সাথে তর্কে যাবেন না, যারা এর মানে জানে না।
অগণিত বৈধ এবং অবৈধ সম্পর্ক না করলে এদের কাছে কেউ আধুনিক হয় না।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৬
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ওই নারীবাদি নারী তর্কের খাতিরে তর্ক করছিলেন।এদের সাথে তর্ক করার কোন মানে হয় না।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: পোশাকে,চলনে বলনে ,খেলা ধুলায় কেউ আধুনিক হয় না,আধুনিক হয় মননে।তাকে কুসংস্কার মুক্ত হতে হবে,যৌক্তিক চিন্তা করতে জানতে হবে।সমাজ,রাষ্ট্র এবং বিশ্ব সম্পর্কে প্রাথমিক ধারনা থাকতে হবে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: জ্বী ভাই,সঠিক বলেছেন।চিন্তা-চেতনায় আধুনিক হতে হবে।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: ১। থ্রি কমরেডস - এরিখ মারিয়া রেমার্ক
যুদ্ধোত্তর জার্মানীর ধ্বংসস্তুপের মধ্য দিয়ে পা ফেলে এগিয়ে চলছে তিনজন প্রাক্তন সৈনিক। সবকিছু ভেঙ্গে শুধু জেগে রয়েছে অটুট বন্ধুত্ব আর প্রেম।
২। একজন কমলালেবু -শাহাদুজ্জামান
৩। চিতা বহ্নিমান,শাপমোচন-ফাল্গুনী মুখোপাধ্যায়
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৯
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এ বছর বই মেলায় থ্রি কমরেডস কেনার ইচ্ছা ছিল।নালন্দার সেলসম্যান নিজে থেকে স্পয়লার দিয়ে দিল--জানেন শেষটায় নায়িকা........।তাই আর কেনা হয়নি।আপনি কোন অনুবাদটি পড়েছিলেন--সেবা না নালন্দা?পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২১
ঘনশ্যাম বলেছেন: আপনি পোস্টে কী বলতে চেয়েছেন সেটা কি আপনার নিজের কাছে পরিস্কার? আমার কাছে পরিস্কার হয়নি, তাই জানতে চাইছি। কেউ কী চালায়, কোথায় থাকে, টমবয় না হ্যারি গার্ল- এইসব কিছুর সাথে আধুনিকতার মিল বা বিরোধ কোন পয়েন্টে? সেইটা ক্লিয়ার না হলে আপনার করা দুইটা প্রশ্নের কোনো মানে নাই।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১১
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সবাই সবকিছু বুঝতে পারে না।অপেক্ষা করেন, হয়তো একদিন বুঝতে পারবেন। নুরুলইসলা০৬০৪ আপনার জন্যই মনে হয় (৫) নং কমেন্টটি করে গেছেন।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২০
ঘনশ্যাম বলেছেন: ধন্যবাদ নুরুলইসলা০৬০৪ ভাইকে। উনি যা বুঝেছেন সেটা উনি পরিস্কার করেই বলেছেন। 'সবাই সবকিছু বোঝে না' বলতে কি নিজেকেও বুঝিয়েছেন?
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩০
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: (৭)নং কমেন্ট এবং তার উত্তর দেখলেই ব্লগার, পাঠক সবাই বুঝতে পারবে কাকে বুঝিয়েছি।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫১
স্থিতধী বলেছেন: ঘন শ্যামের প্রশ্নে আপনি্ল৭ নং কমেন্টের উত্তরে আপনি নুরুলইসলা০৬০৪ এর ৫নং কমেন্টের রেফারেন্স দিয়েছেন।
নুরুলইসলা০৬০৪ বলেছেন ঃ পোশাকে,চলনে বলনে ,খেলা ধুলায় কেউ আধুনিক হয় না,আধুনিক হয় মননে।তাকে কুসংস্কার মুক্ত হতে হবে,যৌক্তিক চিন্তা করতে জানতে হবে।সমাজ,রাষ্ট্র এবং বিশ্ব সম্পর্কে প্রাথমিক ধারনা থাকতে হবে।
তো তিনি তো এটা বলেন নাই যে সমস্ত নারী যারা কৈশোরে টম বয় ছিলো, বাইসাইকেল চালিয়েছে, থ্রী কোয়ার্টার পড়েছে, ফুটবল/ ক্রিকেট খেলেছে, চঞ্চল ছিলো এবং ঢাকায় বড় হয়েছে অথবা যারা কখনো বা এখনো আপনার পোষ্টের ছবিগুলোর মেয়ে মডেল গুলোর মতো পোশাক পড়ে তাদের সবাই কুসংস্কার মুক্ত নয়, যৌক্তিক চিন্তা করতে পারেনা, সমাজ,রাষ্ট্র,বিশ্ব সম্পর্কে প্রাথমিক ধারনাহীন মানুষ!
আমি নিজেই ব্যাক্তি জীবনে এমন নারীদের চিনি যারা নিজেদের কৈশোরে উপরের বর্ণনা করা সবই করেছে আর উপরের দেয়া ছবির মতো পোশাকও বিভিন্ন সময়ে পরিধান করে এবং তারা কুসংস্কার মুক্ত, যৌক্তিক চিন্তাতে পারঙ্গম, সমাজ,রাষ্ট্র,বিশ্ব সম্পর্কে শুধু প্রাথমিক নয় ক্ষেত্রবিশেষে কেউ কেউ আবার গভীর আলোচনাতেও সক্ষম।
তার অর্থ অবশ্যই আবার এটা নয় অমন পোশাকের ও জীবনধারার নারীরাই কেবল কুসংস্কার মুক্ত, যৌক্তিক চিন্তা সম্পন্না, সমাজ,রাষ্ট্র,বিশ্ব সচেতন হবে, অন্য কেউ নয়। আসলে নারী অথবা পুরুষ কি চালায়, কি খায়, কি পরিধান করে, কি মানে বলে মুখে দাবী করে এগুলোর কোনটাই তাদের আধুনিকতা বা চরিত্র বুঝতে সাহায্য করেনা। সেটা বোঝার জন্য সবসময় তাদের কর্ম, চিন্তাধারা আর অন্য মানুষের সাথে আচরনের বৈশিষ্ট্য টাই মুখ্য।
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২১
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আধুনিকতার মাত্রা বোঝাতে কৈশরে টমবয় হওয়া,সাইকেল চালানো,থ্রি কোয়ার্টার প্যান্ট পড়ার,ঢাকায় থাকার উল্লেখ করা খুবই হাস্যকর।এগুলো দিয়ে নিজের আধুনিকতা প্রমাণ করা যায় না।তথাকথিত আধুনিকাদের হরদম এটাই করতে দেখছি।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: !