নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
ইসলাম যে মোটামোটি মেনে চলবে সে সুস্থ স্বাভাবিক থাকবে।যে পুরোপুরি মেনে চলতে যাবে সে স্বাভাবিক থাকতে পারবে না।ইসলামে সবকিছু আল্লাহ-খোদা ও নবী কেন্দ্রিক। যেমন—
প্রায় সর্বপ্রকার গান বাজনা নিষিদ্ধ।কিছু গান শোনা যাবে যেগুলোতে অপ্রয়োজনীয় কথা নেই।কেবল আল্লাহ রাসুলের প্রশংসা করা হয়েছে এমন গান।বাদ্য যন্ত্র ব্যাবহার করা যাবে না;কারো কারো মতে দফ ব্যবহার করা যাবে।
নাটক,সিনেমা নিষিদ্ধ।নাটক সিনেমা দেখা যাবে যদি তাতে দ্বীনের কথা থাকে।
চিত্রাংকন,ভাস্কর্য শিল্প সম্পূণ নিষিদ্ধ।
প্রয়োজন ছাড়া ছবি তোলা নিষিদ্ধ।কিন্তু মানুষের চাহিদা শুধু প্রয়োজনে সীমাবদ্ধ নয়।বেচে থাকতে হলে প্রয়োজনের বাইরে অনেক কিছু লাগে।যেমন-শিল্প,সাহিত্য,কলা,সঙ্গিত।সুন্দর সমাজ গঠনে এগুলোর অবদান অস্বীকার করা যায় না।
মাওলানাদের মতে বিনোদন হচ্ছে বেশী বেশী নফল নামাজ ,তাহাজ্জুজের সালাত পড়া,জিকির করা,দোয়া করা ইত্যাদি।আমরা দ্বীনের মধ্যে না থাকায় এসবের ভেতর বিনোদন খুজে পাই না।
কেউ যদি সারাক্ষন এসব করে,তাহলে তার পাগল হতে বেশী সময় লাগার কথা না।বাস্তবেও আমরা এরকম ঘটনা দেখেছি।মীরপুরের সেই মানসিক ভাবে অসুস্থ দুই বোনের কথা নিশ্চয় মনে আছে সবার।সারাক্ষন ঘরে বন্দি থেকে ইবাদত-বন্দেগি করতো আর শুধু দুধ খেয়ে জীবন ধারন করতো।এক বোন সম্ভবত চিকিৎসক ছিল।
কিছু আধুনিক স্কলার এখন শিল্প,সাহিত্য,কলা,সঙ্গিত এগুলোর প্রয়োজনীয়তা অনুধাবন করে নতুন করে ইসলামি আইনকানুন হালনাগাদ করছে।কিন্তু সেখানেও সমস্যা আছে---নানা গুনি নানা মত।এক মুফতি যদি বলে মোবাইলে কোরান শরীফ থাকলে সেটা ওজু ছাড়া স্পর্শ করে পড়া যাবে না,তো আরেকজন বলবে পড়া যাবে।কারন সেটা মূল কোরআন মজীদ নয়।
০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৪
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অবশ্যই সম্ভব।
২| ০২ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: ইসলাম না মেনেও সুন্দরভাবে জীবন যাপন সম্ভব।
একশত ভাগ সহমত।
পৃথিবীতে আরও 43000 ধর্ম আছে।
০২ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০২ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব নুর বলেছেন: ইসলাম না মেনেও সুন্দরভাবে জীবন যাপন সম্ভব।
একশত ভাগ সহমত।
পৃথিবীতে আরও 4300 ধর্ম আছে।
০২ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৫
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মন্তব্যের ও তথ্যের জন্য ধন্যবাদ।
৪| ০২ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৭
নতুন বলেছেন: ইসলামে মানুষ সৃস্টি করা হয়েছে সৃস্টিকতার এবাদতের জন্য। দুনিয়াতে আনন্দ করার জন্য মানুষকে পাঠানো হয় নাই।
০২ রা অক্টোবর, ২০২০ রাত ৮:১৪
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বিনোদন মানুষের পঞ্চম মৌলিক অধিকার।সুস্থ ভাবে জীবনযাপনের জন্য বিনোদনের প্রয়োজন আছে।
৫| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ৮:২২
নতুন বলেছেন: এই কারনেই মানুষ ধর্মের কড়া অনুশাসনে থাকছে না।
০২ রা অক্টোবর, ২০২০ রাত ৯:১৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বর্তমানে হালাল বিনোদনের গাইড লাইন ফলো করা সাধারনের জন্য একটু কঠিন।এজন্য উচ্চ স্তরের সংযমন প্রয়োজন।
৬| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১০:২৯
নেওয়াজ আলি বলেছেন: কেউ মানে কেউ মানে না । তবে সবচেয়ে বড় বিনোদন এখন মৌলভীরা করে একজন একজনের বিরোধী
০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:০৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: একেক মৌলভী একেক তরিকার অনুসারী।একই বিষয়ে একেক জনের একেক মত।
৭| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৪২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখনতো ওয়াজের মধ্যেই গান গায় নাচে।কোন কোন আলেমের অনুসারির নাচতে নাচতে জিকির করে।দেখার মতো
০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:২১
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: নেচে গেয়ে আসর জমানোর চেষ্টা।যতো লোক ততো অনুসারি,ততো খ্যাতি,ততো চাদা। সেই সাথে নিজস্ব ধ্যান ধারনা প্রচারের সুযোগ।
৮| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অবশ্যই সম্ভব।
ধার্মিকেরা ইসলামের নিয়ম মানতে গিয়েই ক্যাচাল লাগিয়ে দেয়। আমার কথা হলো বাঁশি থাকলেই বাশী বাজে। তাই বাঁশি না থাকলে সমস্যাও নাই।
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৩:০৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ঈশ্বর মানুষের শেষ আশ্রয় স্থল।যখন আর কোন উপায় থাকে না তখন মানুষ ইশ্বরের উপর ভরসা করে মানসিক শান্তি পায়।ইশ্বর বা ধর্মে বিশ্বাস করার এটা একটা সুবিধা।এরকম আরও অনেক কৌশলগত সুবিধা আছে।
৯| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:২৯
নীল আকাশ বলেছেন: ইসলাম যে মোটামোটি মেনে চলবে সে সুস্থ স্বাভাবিক থাকবে। যে পুরোপুরি মেনে চলতে যাবে সে স্বাভাবিক থাকতে পারবে না।
আপনি এই কথাটার ব্যাখ্যা দিন। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ পরিপূর্ণ ভাবে ইসলামে মেনে জীবন কাটিয়েছেন। নবী, সাহাবীরা, তাবী, তাবেঈণ, মুহাদ্দিস, এরা সবাই অস্বাভাবিক জীবন যাপন করেছেন?
স্বল্পজ্ঞান নিয়ে ইসলাম ধর্ম নিয়ে কথা বলবেন না।
আপনার মতো অল্পজ্ঞানের মুসলিমরাই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে।
আমি আবারো বলছি ইসলামে কোন নিয়মই মোটামোটি মেনে চলার সিস্টেম নেই।
এই ধরণের উদ্ভট কথা বার্তা বন্ধ করুন।
০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:০১
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আমি বর্তমান সময়ের কথা বলেছি।খুব কম লোকই বর্তমানে ইসলামি গাইড লাইন পরিপূর্ণ ভাবে অনুসরন করে বিনোদন উপভোগ করে।বিনোদনের ব্যাপারে ইসলামের নিয়ম কানুন বেশ কড়া।
১০| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৯:৩১
রানার ব্লগ বলেছেন: কে বললো মোল্লারা বিনদন দেয় না, দেখুন।
Click This Link
বিনদনে ভরপুর।
০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:০৬
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সত্যিই বিনোদনে ভরপুর।
১১| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৪
রানার ব্লগ বলেছেন: নীল আকাস@ উনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, অতি উত্তেজনায় আপনি মিস করে গেছেন, লেখাটি আবার পড়ুন কিন্তু ঠান্ডা মাথায়। আমাদের মাথা খালি গরম হয়ে যায়।
০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:০৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ রানার ব্লগ,আমার হয়ে উত্তর দেওয়ার জন্য।
১২| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
সমস্যা হলো ইসলামে এবাদত ও বিনোদনের সীমা কতটুকু মুল কিতাবে (আল কোরানে) বর্নিত নেই।
হাদিস নির্ভরযোগ্য কিতাব নয়।
একেক হাদিসে ভিন্ন ভিন্ন বিভ্রান্তিকর ব্যাখ্যা বিদ্যমান। কারন হাদিস ৩০০ বছর পর বিভিন্ন শোনা কথা থেকে উৎপত্তি বিভ্রান্তি থাকবেই।
০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:১০
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।
১৩| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইসলামে বিনোদনের কোন স্থান নাই ।
সেখানে এক মাত্র বিনোদন নারী সংগ লাভ।
০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:১৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বড় কড়া কথা বলে ফেললেন।মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৪| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:২০
নীল আকাশ বলেছেন: রানার ব্লগ বলেছেন: কে বললো মোল্লারা বিনদন দেয় না, দেখুন। Click This Link বিনদনে ভরপুর।
রানার ব্লগ বলেছেন: নীল আকাস@ উনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, অতি উত্তেজনায় আপনি মিস করে গেছেন, লেখাটি আবার পড়ুন কিন্তু ঠান্ডা মাথায়। আমাদের মাথা খালি গরম হয়ে যায়।
আমি কখনই উত্তেজিত হয়ে মন্তব্য করি না। আমি যুক্তি তর্ক ছড়া কথাও বলি না। ইসলামে মোটামোটি বলে কিছু নেই। এটা শ্বাশত জীবন ব্যবস্থা।
কেন স্টুপিড মোল্লারা যদি ভণ্ডামী করে বেড়ায় সেটার তার দোষ, ইসলামের না। ইসলামি কি তাকে ভণ্ডামী করতে বলেছে। কোন মোল্লা ভাল কাজ করলে তো ইসলামের প্রশংসা করেন না। কিন্তু ভণ্ড কেউ দোষ করলে ইসলামের নাম আসে কেন?
১৫| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫
নতুন বলেছেন: লেখক বলেছেন: বিনোদন মানুষের পঞ্চম মৌলিক অধিকার।সুস্থ ভাবে জীবনযাপনের জন্য বিনোদনের প্রয়োজন আছে।
বিনোদনের কোন ব্যবস্থা ইসলামে আছে কি?
বিনোদন মুলক কাজকে শয়তানের কাজ বলা হবে।
ইসলামের নামে ধান্দাবজেরা ব্যবসা করে সেটাকে ইসলামের উদাহরন হিসেবে নেওয়ার দরকার নাই। সেটা ছাড়াও ইসলামে অনেক বিষয়ই সময়ের সাথে মানুষের কাছে পুরানো হয়ে যাচ্ছে এবং যাবে।
পর্দা প্রথা নারীদের কাপড়ের ভেতরে বন্ধির একটা পদ্বতী যেটা কট্টরবাদীরা ব্যবহার করছে।
গান হারাম বলে প্রচার করছে কিন্তু কোরানে গান হারাম এমন কোন কথা নেই।
সেক্স শুধুই সন্তানজন্মের জন্যই করার কথা বলা হয়েছে এটাকে উপভোগ করার কোন কিছু বলা নাই।
নারী পুরুষের বন্ধুত্বও নিষেধ করা হয়েছে।
খেলাধুলা নিরুসাহিত করা হয়েছে।
পরকালের ব্যপারে খেয়াল করতে বলাহয়েছে এবং দুনিয়াবি কাজে কম খেয়ালের জন্য বলা হয়েছে।
মানুষকে সৃস্টি করা হয়েছে এবাদতের জন্য। বাকি অন্য কাজ মানুষের বেচে থাকার জন্য। বিনেদন সৃস্টিকতার পরিকল্পনার মাঝে নেই।
০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১:৪০
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ইসলামের অনেক নিয়ম কানুন জটিল বলে মনে হয়।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: ইসলাম না মেনেও সুন্দরভাবে জীবন যাপন সম্ভব।