| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহিদ হাসান রানা
একজন নিরীহ মাইক্রোবায়োলজিস্ট...
সেন্টমার্টিন দাবী করেছে মায়ানমার
এসব নিউজে আমার আর দৃষ্টি যায় না
আমি পড়ে আছি আমার চিন্তায়।
কবিরা কারও হাত ধরতে জানে না
শুধু ভালবাসতে জানে
ভুলে গিয়েছি এই পুরণো কথাটা।
যে যেতে চায় তাকে যেতে দিতে হয়
বনের পাখিকে শৃঙ্খলে কি বাধা যায়?
অবশেষে কবি চলে যায়
একলা আধারের পথে
চারদিক থেকে ভেসে আসে
অখ্যাত প্রেমিকাদের ডাক।
তুমি ভাল থেকো...
মনে রেখ কোন এক বর্ষায়
কদমগুচ্ছ লয়ে হাতে
আমি তোমাকে ভালবাসতে চেয়েছিলাম।
তুমি ফিরিয়ে দিয়েছ আমায়
আমি ঘরে ফিরেছিলাম
তীব্র মনোঃকষ্ট আর বেদনায়।
ছবি কার্টেসীঃ গুগুল
©somewhere in net ltd.