![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরপীতা, তুমি ছাড়া আমার জীবন শুধুই শূণ্যতা। যেখানেই যাই শুধু তোমায় ভাবি। কোন কিছুই এক পক্ষতা চলে না। তুমি না আসায় আমার জীবনটা একাকী লাগছিল। এর মধ্যেই হয়ে গেল অন্যের সাথে দেখা। এখন আমি তাকে নিয়েই আছি। তুমি আসতে চাইলে আসতে পার, আমি বাঁধা দিব না। তোমার স্থান তোমার জন্যই আছে। কিন্তু তোমার সাথে আরও পাখি থাকবে, যে আমার দুঃখের সাথী, এখন সে আমার জীবন সঙ্গিনী। তাঁকে মেনে নিয়ে থাকতে হবে। জানি না তুমি কি নিয়ে ভাবলে এবং কি বুঝলে। ক্ষতিটা শুধু তোমার আর আমার। আমি জানি না আমার ক্ষতির পিছনে তোমার কতটুকু হাত রয়েছে। তবে তুমি আমাকে অনেক ক্ষতি করে দিয়েছ। আমি সারাক্ষণ তোমাকে নিয়ে ভেবেছি। তোমার ভালবাসা, আদর এখনও আমার হৃদয়ে লেগে আছে। তুমি এসব ভুলে যেতে পার, আমি পারি না। অবশেষে তোমার ভুল ধরতে পেরেছ। আমার জান-তুমি খুব দেরি করে ফেলছ। তুমি যখন ফিরেছ তখন আমি নদীর অপার ঘাটে চলে গেছি। ওখান থেকে ফিরে আসা আমার পক্ষে সম্ভব না। তুমি তো জান আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করেছি। তোমাকে পাবার জন্য আমি সবার কাছে গিয়েছি। আমার কথা দূরে থাক তুমি তাদেরকেও পাত্তা দেউ নাই। অপরাগ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছি আমি। অপেক্ষার বাঁধ ভেঙ্গে গিয়াছিল আমার। তাই নতুন সঙ্গিনী খোঁজে নিয়েছি আমি। তুমি ভাল থাক। তবে তোমার আমার এক সাথে থাকাকালে কোন ভুল হলে ক্ষমা করে দিও।
২| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭
কানিজ রিনা বলেছেন: সীদ্ধান্ত আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে।
বিবেকের দরজায় মরিচা ধরলে এমনই
হয়।
৩| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৯
সুমন কর বলেছেন: শিরোনামের বানান ভুল খুব দৃষ্টিকুটু দেখায়। টাইপে সচেতন হতে হবে।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭
কানিজ রিনা বলেছেন: সীদ্ধান্ত আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে।
বিবেকের দরজায় মরিচা ধরলে এমনই
হয়।