নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যার কালো মেঘে ঢাকা।

আকাশ za

আমি আজও খুঁজি মানুষ হওয়ার মেশিন!

আকাশ za › বিস্তারিত পোস্টঃ

কষ্ট নেয়ার ক্ষমতা

২৩ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৬



প্রত্যেকটা জিনিসেই একটা লিমিট থাকা চাই
কষ্ট সহ্য করার ক্ষমতাও।
আসলে ভালবাসলে কষ্ট পেতে হয়
কষ্টের ভেতরই লুকানো থাকে ভালবাসার সুখ
আর ভালবাসার ভিতরই লুকিয়ে থাকে নীলকষ্ট।
কষ্টের রং নাকি নীল, আবার ভালবাসার রংও,
কষ্টটা যদিও অনুভবের বিষয়, তবুও আমরা দেখতে পাই
কখনো চোখের জলে, সিগারেটের ধোঁয়ায়,
আবার কখনো লাশের গন্ধে।
কেউ কেউ লেখক হয়েছেন, আবার কেউ কবি
কেউ লিখছে কবিতা, কেউ বা আঁকছে ছবি।
আমাদের জীবনে কষ্টের অন্ত নেই
কিছু কিছু কষ্ট চোখ দিয়ে দেখতে পাই,
আবার কোনটা অদৃশ্য, এ রকম হাজার কষ্ট।
খাদ্যের কষ্ট, বাসস্থানের কষ্ট , অসুখের কষ্ট
আবার কখনো কথার কষ্ট।
যে যেভাবেই যাকে কষ্ট দেই
একটু ভাবা উচিত সেটা সহ্য করার ক্ষমতা তার আছে তো?

জাকির হোসেন/২৩.০৪.২০২১

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: মানুষের কষ্ট সহ্য করার ক্ষমতা অনেক।

২| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: কষ্ট আছে বলেই ভালবাসার মর্ম বুঝা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.