| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
zaku
আমি সহ আমার বাকি চার ভাইবোনের জন্ম হয়েছিল একটা গোয়াল ঘরে। সে ঘরে প্রতিদিন সাপ এসে গাভির দুধ খেয়ে যেত। আমরা আতংকে জড়সড় হয়ে সাপের দুধ খাওয়ার দৃশ্য দেখতাম। সাপ সম্ভবত কুকুরের সাথে খুব একটা বিবাদে যায় না। আমাদের সাথে সে সাপের বিবাদের কথা কেউ কখনো বলেনি।
যতবার যাকে কাছে পেয়েছি,
অকপটে অনুরোধ করেছি-
একটা লেভার ভিসা পাঠাতে পারো ভাই ?
আর যে সইতে পারছি না, এ অগ্নি থেকে মুক্তি চাই।
বাবা আমার জন্যে রেখে যায়নি ছ'আনা
সারারাত বিড়ি বেচেও আসেনি এক টাকা দু'আনা।
যাবার ভাড়া নেই, খাবারের যোগাড় নেই,
এটাই কবির জীবন, এ কথা ভাবতেও মানা।
একটা লেবারের কাজ কেউ দিতে পারো ভাই ?
কবিতা লিখা ছেড়ে দিয়ে যা বলবে করব তা-ই।
এখানে এখন অর্থ নীতির মন্দা চলছে -শুনছো ?
কবি অর্থনীতির কি বুঝে? তবু চালাকি করে বলেছি-শুনেছি।
কত কাছের মানুষের পায়ে ধরে বলেছি,
কবি সার্বজনীন প্রেমিক হতে পারে, স্বামী নয়। কি বলিনি ?
কেউ কি একটা ভিসা দিবেন? আপনার ধুলো নেব,
আর কখনো কবিতা নয়-শর্তে অগ্রীম লিখে দেব।
আমাকে কেউ একটু মালদ্বীপ নিয়ে যান প্লিজ,
সেখানকার স্বচ্ছ পানিতে ভেসে থেকে থেকে একদিন আমিও মাছ হব।
মহাসাগরের এমন গভীরে যেতে শিখে যাব যে,
মাছেরাও খুঁজে পাবেনা আমায়, ভবিষ্যত কবির অগ্রীম গুপ্তধন হব।
২৭ শে মার্চ ২০১৭ ইং। 
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৪
ধ্রুবক আলো বলেছেন: হ ভাই দেশে কোনো কামকাজ পাইনা চইলা যাওয়াই বেটার