নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাই নাই

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান

অতি সামান্য একজন মানুষ। যা আছে তা নিয়েই সুখী।

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

একটি রোমান্টিক গল্পের জন্যে, পর্ব-৩

২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

পরের দিকের পাঠকদের জন্যে ঃ একটি রোমান্টিক গল্পের জন্যে, পর্ব-২

রবির রুমের দিকে হাটা ধরলাম। প্রফেসর রবি। ওর প্রতিভা নিয়ে আমাদের কখনোই কোন সংশয় ছিলো না। কিন্তু ওর ক্ষ্যাপাটে স্বভাবের কারণে আমরা সন্দিহান ছিলাম যে ও আদৌ কোনদিন জীবনে সাফল্য অর্জন করতে পারবে কিনা। আমাদের অবাক করে দিয়ে এই ক্ষ্যাপা রবিই একটা গবেষণা প্রবন্ধ প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দেয়। তখন আমরা সবে মাত্র থার্ড ইয়ারে!! যে জিনিসটা নিয়ে আমরা সবাই ওকে ক্ষ্যাপাতাম, ঠিক ঐ জিনিস নিয়েই ও গবেষণা প্রবন্ধটি রচনা করেছিলো। বিষয় ছিলো যে, কিভাবে আমাদের ব্যবহারকৃত ভাষার ধ্বনির তারতম্য ঘটিয়ে একটা শ্লীল শব্দকে অশ্লীল বানানো যায়। যেমন, কেউ একজন বলছে “ছেলেমেয়েগুলোর একেবারে কাচা বয়স।” এই একই বাক্যে কেউ যদি বেশি মাত্রায় মুখের তালু আর জিহবা ব্যবহার করে বলে, “ছেলেমেয়েগুলোর একেবারে কাসা বয়স”, তাহলে সেটা অনেক অশ্লীল শোনায়। এই একই কথা যদি কেউ ক এর সাথে চন্দ্রবিন্দু ব্যবহার করে আর চ এর উপর গুরুত্ব আরোপ করে উচ্চারণ করে, “ছেলেমেয়েগুলোর একেবারে কাঁচা বয়স” অনেক অশ্লীল শোনায়। রবি বিশ্বের প্রায় বিশটি ভাষার উপর গবেষণা করে প্রমাণ করে যে, ধ্বনির তারতম্যে যে ভাষাগত অশ্লীলতা তৈরী হয় তার প্যাটার্ন তা সব ভাষার জন্যই একইরকম।

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.