![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লেক নামের একজন মানুষ। ব্যাটম্যানের বিশাল ভক্ত। ব্লেক বিবাহিত। স্ত্রী জেন এবং চার ছেলেমেয়ে নিয়ে ব্লেকের সংসার। ব্লেক ব্যাটম্যানের বিভিন্ন মাস্ক, গেজেট সংগ্রহ করে। সে এতোটাই অবসেসড যে, পরিবারের মধ্যেও মাঝে মাঝে ব্যাটম্যানের মুখোশ পরে ছেলেমেয়ে আর বৌয়ের সাথে ব্যাটম্যানের কন্ঠে কথাবার্তা বলতে থাকে। এগুলোর মধ্যে উদাহরণস্বরুপ একটা আমার কাছে এপিক মনে হয়েছে। ব্লেক মুখোশ পরে রাতের খাবার খেতে থাকা তার তিন বছর বয়সী ছেলের সাথে কথা বলে।
ব্যাটড্যাডঃ ডিনার শেষে তুমি গোসল করবে। তারপরে ঘুমিয়ে যাবে। ওকে?
পোলাঃ প্রতিদিনই তো গোসল করি। আজকে না করলে কি হয়?
ব্যাটড্যাডঃ প্রতিদিনই তো তুমি টয়লেট করো, কিন্তু তাই বলে কি প্রতিদিন তুমি তোমার পশ্চাদদেশ পরিস্কার করো না?
বছর দুয়েক আগে সে তার ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো পোস্ট করা শুরু করে। সে নিজেও জানতো না যে, ভিডিওগুলো এতোটা ভাইরাল হয়ে যাবে। বর্তমানে তার ফেসবুকে ফলোয়ারের সংখ্যা ৩৩ লাখের উপরে! তার পেজটিও ফেসবুক কতৃক ভেরিফাইড। আমার কাছে তার ছোট ছোট ভিডিওগুলো খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন ব্যাটড্যাডের জীবন কাহিনী,
©somewhere in net ltd.