![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে বের হতে যাচ্ছে আমার লেখা দ্বিতীয় উপন্যাস দাঁড়কাক। বলতে দ্বিধা নেই যে, নিজের ট্যাকের থেকে পয়সা খরচ করে বই বের করার মতন গ্লানি এবার আর বয়ে বেড়াতে হবেনা। অনেক ধন্যবাদ আমার প্রকাশক কামরুল বুক হাউস. আর বিশেষ কৃতজ্ঞতা সহকর্মী গাজী সাইফুল স্যারকে। খানিকটা হতাশ হয়ে বইটই বের করার চিন্তা যখন বাদ দিয়ে দিয়েছিলাম, উনি প্রতিনিয়ত আমাকে ক্লান্তি ও বিরামহীনভাবে উৎসাহ যুগিয়ে গিয়েছেন। উনি না থাকলে এটা আসলে হতো না।
উপন্যাসটি আগামী ২০ তারিখ হতে একুশে বইমেলা-২০১৭ তে পাওয়া যাবে। আশাকরি পাঠকরা হতাশ হবেন না।
প্রাপ্তিস্থানঃ চত্বর-৮, স্টল নংঃ ৪১৪-৪১৫, কামরুল বুক হাউস।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৩
মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭
নেয়ামুল নাহিদ বলেছেন: শুভকামনা রইল