নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাই নাই

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান

অতি সামান্য একজন মানুষ। যা আছে তা নিয়েই সুখী।

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

একটা বইয়ের বিজ্ঞাপন(ভিডিও) বানালাম

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৭

আসলে বেশি লজ্জ্বা করলে বইয়ের প্রচারণা করা যায় না। প্রথম বই প্রকাশের পোড় খাওয়া মানুষ হিসেবে তা ভালোই জানি :) তাই আমার দ্বিতীয় উপন্যাস দাঁড়কাক-এর আগ্রাসী প্রচারণার অংশ হিসেবে একটা বইয়ের ট্রেলার বানালাম। আশা করি ভালো লাগবে। আশা করি ট্রেলার দেখে উৎসাহ পাবেন, বই কিনবেন এবং তখন আমি থুক্কু আমার প্রকাশক উৎসাহ পাবে, আমাকে দিয়ে আরও বই লেখানোর জন্যে :D


উপন্যাসঃ দাঁড়কাক
প্রথম প্রকাশঃ বইমেলা-২০১৭
প্রাপ্তিস্থানঃ বইমেলা, কামরুল বুক হাউস, স্টল নং ৪১৪-৪১৫
এছাড়াও পাওয়া যাচ্ছে যেখানেঃ নাহার লাইব্রেরি, রাজা ম্যানশন, সিলেট এবং রকমারিতে।
মূল্যঃ ১০০ টাকা মাত্র।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


ভালো, মানুষকে জানাতে হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩২

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ভাইরে, বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা নিয়ে একটা লেখা লিখবো। সে অভিজ্ঞতায় কানে ধরেছি যে, প্রচারণার জন্যে কখনও মোড়ক উন্মোচন করবো না। করলেও বাংলা একাডেমিতে করবোনা। সেজন্যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে নিজ উদ্যোগে প্রচারণার চেষ্টা চালাচ্ছি।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪১

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: বাহ! বইয়ের ট্রেলার! ব্যাপারটা ভালো লাগলো :D

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০

নেয়ামুল নাহিদ বলেছেন: প্রথম বই প্রকাশের পোড় খাওয়া মানুষ
আমারো প্রথম বই এবার, কি যে কষ্ট!
ভালো হয়েছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ধন্যবাদ। তবে একটু ভুল বুঝেছেন। প্রথম বই প্রকাশের হ্যাপা সামলিয়ে পোড় খাওয়া মানুষ হয়ে গিয়েছি। এটা আমার দ্বিতীয় উপন্যাস। প্রথমটা নিজ খরচে করেছিলাম। এটাতে নিজের খরচ নেই। প্রকাশক কামরুল ভাইয়ের ঘাড়ে বন্ধুক রেখে ফুটাচ্ছি। এটা না চললে পরবর্তীতে আর ওনার ঘাড়ে বন্ধুক রাখার সুযোগ মনেহয় না দিবেন। হা হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.