নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাই নাই

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান

অতি সামান্য একজন মানুষ। যা আছে তা নিয়েই সুখী।

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

লাল হলুদ নীল বাতি (নাটক রিভিউ)

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

আমি সাধারণত রোমান্টিক বা কমেডি নাটক দেখি। ঈদের নাটক দেখা হচ্ছিলো। ব্রাউজ করতে করতে এই নাটকটায় চোখ আটকালো। চোখ আটকানোর কারণ নায়কের ড্রেস। ট্রাফিক পুলিশের চরিত্র করছে আফরান নিশো! বেশিরভাগ মজার বা রোমান্টিক নাটকগুলো হয় উচ্চবিত্তের কাহিনী অথবা একেবারে গ্রামের কাহিনী নিয়ে কমেডি। এর বাইরে নাটক পেলে তাই দেখতে ভালোই লাগে। ট্রাফিক পুলিশ বা রিক্সাওয়ালা বাংলা নাটকের নায়ক হলেতো তাই মিস করা যায় না। ব্যক্তিগতভাবে মনে করি, আফরান নিশো মারাত্বক ধরনের লাউড অ্যাকটিং করেন। কিন্তু এই নাটকে তার অভিনয় দেখে রীতিমতন অবাক। পরিচালক হিমেল আশরাফ তার সেরাটুকু বের করে এনেছেন। শখ বরাবরের মতন বাজের চাইতে সামান্য একটু ভালো অভিনয় করেছে। তবে দুর্দান্ত অভিনয় করেছেন আরও একজন। তিনি হচ্ছেন শিল্পী সরকার অপু। সন্দেহবাদিক খুতখুতে স্বভাবের ছোটলোক টাইপের মহিলার চরিত্র। অসাধারণ চরিত্রায়ন করেছেন উনি। সব মিলিয়ে নাটকটা ভালো লেগেছে। তাই একটা রিভিউ ভিডিও বানালাম। আশা করি ভালো লাগবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.