নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাই নাই

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান

অতি সামান্য একজন মানুষ। যা আছে তা নিয়েই সুখী।

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

বাষ্পের বিষ (বিচার চাই) | We want justice | ক্ষোভের গান

০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:০৭

বাষ্পের বিষ
----------------
ইশতিয়াক হোসাইন মুনশী
---------------------------------
আরও একটিবার বলতে কি পারো,
মানুষ বিকোয় কত দরে?
এখানে মানুষ মরে শত হাজারে
চেতনা বন্দী পাথর ঘরে।
এখানে ধাতব দানব চিতকার করে,
রক্তে মাংসের লোভে টায়ার...
কাচের ঘরে আছে এয়ার কুলার
জমাট বাধে বরফ মায়ার।
এসো অলিম্পাস, এসো কালাপাহাড়,
উপড়ে ফেলো সাইক্লপ্সের একচোখা জেদ
এসে দেখে যাও এপোলো,
ট্রাইটন দুমড়ে দাও,
জ্বালিয়ে দাও মানবিক খেদ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:১৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনেক অনেক ভালো লাগলো কবিতাটা।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:৪৬

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ধন্যবাদ। ভালো লাগাটা কবিকে পৌছে দেয়া হবে :)

২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

সবি ঠিক আছে কিন্তু প্রতিবাদের ভাষা পুলিশ কোন *টের বা* এইটাও কি ঠিক আছে গীতিকবি?

০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:৪৭

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: আমার জানামতে এই কবিতা বা গানের কোথাও ওমন সম্বোধন ব্যবহার করা হয়নি।

৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:
আন্দোলনের প্ল্যাকার্ড দেখে আপনার অভিমত জানতে চাইছি! ভাষার ব্যবহার কি ঠিক আছে!



আপনার গান ভাল হয়েছে! আমি এমন প্রতিবাদ পছন্দ করি! কিন্তু ঘৃনা করি অশ্লীল ভাষা ঝোলানো এসব পুঁচকে *লপাকনাদের!

৪| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:০০

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ব্যক্তিগতভাবে এমন ভাষার ব্যবহার আমি সমর্থন করিনা। আপনি নিজেও কিন্তু তাদের মতন শব্দচয়ন করেছেন :)

৫| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৬| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:২২

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.