নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাই নাই

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান

অতি সামান্য একজন মানুষ। যা আছে তা নিয়েই সুখী।

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

আলোর জন্য পণ । নতুন কবিতা । নতুন গান

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

শুভসন্ধ্যা! কি খবর তোমাদের? গান শুনবে নাকি? জনাব শেরেআলম সোহাগ এর লেখা লিরিকে হেভিমেটাল গান সুর করার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে।

আলোর জন্য পণ
অবচেতন হচ্ছে যে মন
তখন কিনা অগ্নিবীণা
বাজলো বুকে সুখের মতন,
বিষের বাঁশী, দোলনচাঁপা
হৃদয়পটে আঁকা
নেই প্রিয় শব্দ-কথা?
শব্দ নির্বাসনে।
অমানুষ শ্বেতবসনে
স্নিগ্ধতার হচ্ছে পতন,
আলো ভেবে অন্ধকারে
হাটছি এপার আর ওপারে
মনের আলো থাকবে কতক্ষণ?
বন্ধু তুমি কখন কবে?
প্রদীপ জ্বেলে চলবে তবে
আছি পাশে হোক না গহীন
বনবাদাড় ভয় কি তাতে?
নিবু সলতে জ্বালাও তুমি
আমি হব তার জ্বালানী
বাঁ পাঁজরে আলোর জন্য পণ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৮

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

২| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩০

ইয়োডা বলেছেন: সুন্দর তবে বাদ্য যন্ত্রের বাজনা ঘের ঘের লাগছে।

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ধন্যবাদ। ঘের ঘের কি ঘ্যাড়ঘ্যাড়? অ্যাম্প আউট মোবাইলে রেকর্ড করায় এরকম শোনাচ্ছে :(

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

নজসু বলেছেন:


মনোহর।

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩১

ইয়োডা বলেছেন: ঘ্যাড়ঘ্যাড় হ্যাঁ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.