নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ কেন্দ্র রাশিয়া

জাহিদ আহমেদ

। জন্ম বাংলাদেশে। ঐতিহাসিক জন্মভূমি।

জাহিদ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ইহুদী বিষয়ক লেখা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১

আমি রুশ দেশে বাস করি। এখানে অনেক ইহুদীদের বাস। বাংলাদেশে কখনও ইহুদীদের দেখিনি।

এদের সম্পর্কে শুধু কাগজে আর মিডিয়াতেই দেখেছি।



২৫শে ডিসেম্বর, ইংরেজী নববর্ষ উপলক্ষে এখানে (রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে) -যা ঘটে, তা বাংলাদেশের ইদের বাজারকেও হার মানায়।



মানুষ যত সব অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে, প্রচুর টাকা পয়সা নষ্ট করে।



মজার বিষয় হলো, ইহুদীরা যীশুর জন্মদিন পালন করে না, নববর্ষ এমন করে পালন করে না। এরা শুধু বিক্রি করে খৃষ্টানদের কাছে।



বর্তমানে রাশিয়ার প্রায় সব ব্যাবসাই ইহুদীদের হাতে। প্রায় ৮০ ভাগ বা তার চেয়ে বেশী।



এই সব উপ হার বিনিময় করা, আতশবাজী করা - এসব ইহুদীদের সৃষ্টি করা একটি পন্হা মাত্র।



আমি মুসলিম পরিবারে জন্মগ্রহন করি। কিন্তু আমি ধার্মিক নই। সকল ধর্মকেই শ্রদ্ধা করি। কিন্তু ইহুদীদের বুদ্ধির প্রশংসা না করে পারি না।



আজকে বাংলাদেশে কি অবস্হা জানি না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

সেচ্ছাসেবক বলেছেন: যেনে আছেন উনে থাকেন ... দেশে আয়া কাম নাই ...

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

বোকা ইনদুর বলেছেন: আমেরিকায় ঈহুদিদের জীবন-যাপন দেখলে সত্যিই প্রশংসা না করে পারা যায়না।
এখনে (বিশেষ করে নিউ ইয়র্কে) রাশান ইহুদি গুলা খুব বেশি ধার্মিক না, ঈসরায়েলী গুলা খুব বেশি ধার্মিক। অন্য কোন ধর্মের মনুষের সাথে কথা পর্যন্ত বলেনা ঠিকমতো। পুরা নিউ ইয়র্ক এদের দখলে।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

বিদ্রোহী২০০৩ বলেছেন: ভাল বুদ্ধি। :-B :-B :-B

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭

এম ই জাভেদ বলেছেন: হুদীরা সব চেয়ে চতুর এবং স্বার্থ পর জাতি। ইস্তাম্বুলে এক ইহুদির দোকান থেকে মিষ্টি কিনতে গিয়ে ওদের স্বভাব চরিত্র কেমন তা স্বচক্ষে প্রত্যক্ষ করলাম।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯

চাঙ্কু বলেছেন: পুরাই দুনিয়াইতো হেগো দখলে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.