নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ কেন্দ্র রাশিয়া

জাহিদ আহমেদ

। জন্ম বাংলাদেশে। ঐতিহাসিক জন্মভূমি।

জাহিদ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে ইউক্রেনের টিভিতে অপোমান।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২১

আরীওল ও রেসকা = অনুষ্ঠানের নাম।

যার অর্থ: আরীওল - ইগল পাখি। রেসকা হলো - মুদ্রার অপর দিক যেখানে ইগল নেই।

দুই জন ইউক্রেনিয়ান ভ্রমন করে।একজন পায় সোনালী ব্যাংক কার্ড, সে ফাইভ ষ্টার হোটেলে থেকে দেশ ভ্রমন করে। অন্যজন খুব কম টাকায় কঠিন বাজেটে ভ্রমন করে ঐ একই দেশ।

অনুষ্ঠানের ইউটিউব লিংকটা হলো:
https://www.youtube.com/watch?v=D2VEKsp1fc
লিংন্ক কাজ না করলে: এখানে ক্লিক করুন।
http://friday.ru/oir-krugosvetka/videos/vipuski/dhaka

বাংলাদেশকে এতই খাটো, নীচ, নোংরা হিসেবে পৃথিবীর আর কোণো দেশকে তা কোনোদিন দেখানও হয়নি।

আমার দু:খ, আমি তা অনুবাদ করতে পারবো না।

আমি স্বীকার করি যে আমার দেশ গরীব ও সমস্যায় জর্জরীত একটা ধুকে ধুকে মরা দেশ, তারপরও আমার জন্মস্হান, আমার বড় হয়ে উঠা। আমার মাতৃভূমি। কিন্তু এর অর্থ এই না যে তাকে আমি অপমানিত হতে দেব।

ইউক্রেনিয়ানরা কি কারনে জানি না, সব সময় বাংলাদেশকে হেয় করে। তারা এই অনুষ্ঠানটি ইউক্রেনিয়ান ভাষায় না করে রুশ ভাষায় করে। কারণ রুশ ভাষা বেশী প্রচলিত।

আমার অনুরোধ, ডিসলাইক দিন এই অনুষ্ঠানের ইউটিউব লিংকটা হলো: বেশী করে।

অনুষ্ঠানের ইউটিউব লিংকটা হলো:
https://www.youtube.com/watch?v=D2VEKsp1fck
এবং আমার এই লেখাটা প্রচার করুন। ইউক্রেনিয়ানরা দেখুক, তাদের _____কু- উদ্দেশ্যপ্রনোদিত_____ বাংলাদেশকে হেয় করাকে আমরা ঘৃনা করি।

তারপরেও রাশিয়াই পাবে বাংলাদেশের সব চুক্তি। ওদের দিব না।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৮

হাসান মাহবুব বলেছেন: The uploader has not made this video available in your country.

২| ২৬ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: বেশ কয়েকটা ভিপিএন দিয়ে ট্রাই করলাম, তবুও দেখতে পারলাম না।
সম্ভব হলে আপনি ভিডিওটি ডাউনলোড করে, কোন সাইটে আপলোড করে এখানে ডাউনলোড লিংক দেন।

৩| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৪

ভোরের সূর্য বলেছেন: ভাই আপনার কথা মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। একটু পরিস্কার করে বলবেন কি আসলে ভিডিওতে কি দেখানো হয়েছে। ভিডিও না দেখতে পারি কিন্তু আপনি আসল ঘটনা শুনলে বুঝতে পারবো তারা কি করেছে।
আর ভাই আরেকটা কথা বলি। আপনি খুব বেশী আবেগী কথা বলেছেন। আপনার কথা শুনে মনে হচ্ছে যে ইউক্রেনিয়ানরাই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ কে সবচেয়ে বেশী অপমান করেছে। আপনি কি ইউক্রেনে থাকেন? যদি থাকেন তাহলে আপনি যত তারাতাড়ি পারেন দেশে চলে আসেন। যে দেশ আপনার দেশ কে সারা পৃথিবীতে চুরান্ত অপমান করেছে সে দেশে পরাশুনা করা কিংবা কাজ কোনটাই করা উচিৎ না।

আপনি লিখেছেন
আমি স্বীকার করি যে আমার দেশ গরীব ও সমস্যায় জর্জরীত একটা ধুকে ধুকে মরা দেশ, তারপরও আমার জন্মস্হান, আমার বড় হয়ে উঠা। আমার মাতৃভূমি। কিন্তু এর অর্থ এই না যে তাকে আমি অপমানিত হতে দেব।
ভাই যদি সেটাই চান তাহলে আমাদের সচেতন হতে হবে। বাইরের দেশে যেয়ে কোন অপরাধ করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না,বাইরে যেয়ে জালিয়াতি করা যাবে না, সৎ থাকতে হবে ইত্যাদি। তাহলে এমনিতেই আমাদের দেশের ভাবমূর্তি উজ্জল হবে। আমাদের দেশ গরীব কিংবা সমস্যায় জর্জরিত এটা আমাদের সমস্যা। এগুলা বাইরের দেশ পরিচিত না কিন্তু আমাদের দেশের মানুষ যখন বাইরের দেশে যেয়ে অপরাধগুলো করে এবং সেই তালিকায় বাংলাদেশের নাম সবার উপরে থাকে তখন আমি বাংলাদেশি হিসেবে নিজেই লজ্জিত হই। এর সব চেয়ে বড় প্রমান হচ্ছে যেকোন দেশে যখন আপনি ভিসার জন্য দাড়াবেন তখন দেখবেন যা গুটি কয়েক দেশ যাদের জন্য ভিসা পাওয়া কঠিন কিংবা ভিসার জন্য অনেক বেশী ঝামেলা পোহাতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। ইউক্রেনিয়ানরা যদি আমাদের অপমান করে থাকে সেটা যতটা না খারাপ তার চেয়েও বেশি খারাপ যে আমরাই তাদের কে সুযোগ দিয়েছি কারণ আমরা বাইরে খেলতে যেয়ে হোটেলের তোয়ালে চুরি করে আনি এতটাই আমরা নিচে নেমে গেছি। ইউক্রেনিয়ানরাতো এমনি এমনি আমাদের অপমান করে নাই। নিশ্চয় খারাপ কিছু করেছে কোন বাংলাদেশি তাই তারাও আমাদের কে অপমান করেছে।

৪| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৭

ইমরান আশফাক বলেছেন: রুশদের সাথে বিরোধে বাংলাদেশ রাশিয়াকে সমর্থন করায় ওরা আমাদের উপর ক্ষেপে আছে। সুতরং ওদের আচারন অস্বাভাবিক নয়।

৫| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: Eagle and Tails. Around the World. # 13, Dhaka

পাঠকরা এই লিংকটি দেখতে পারেন,,,
তয় লম্বা ভিডু,ধৈর্যে কূলায়না

৬| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যেট্টুকি দেখছি আমার খারাপ লাগে নাই।কথাতো আর মিথ্যা না।নিজেরে না বদলাইয়া সমালোচনায় দেশপ্রেম জাইগ্গা উঠলে কোন লাভ নাই।বরং তাদেরকে ধন্যবাদ দেব অন্যদের মতন আজাইরা ''ওয়াও,,,বিউটিফুল'',''এমেজিং কান্ট্রি'',.......এইসব মিছা কতা না কৈয়া প্রকৃত সত্যটা তুইলা ধর্ছে।
জলত্যাগের ভিডুতে ব্যপক মজা এবং চ্রম শরম পাইছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.