![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন সবারই থাকে। হোক সে দরিদ্র একজন ফুল বিক্রেতা কিশোরী, কিংবা কোনো অভিজাত পরিবারের সন্তান। কেউ অল্পতেই ভীষণ তৃপ্ত, আর কেউ বা যত পায় ততই চায়। সত্যিকার হাসির মাঝে জীবনের স্পন্দন খুঁজে পাওয়া যায়। একদিন এ ছোট স্বপ্ন হতে পারে জীবনের আলোকিত কোনো অধ্যায়। প্রতিটি জীবিকার প্রতি আমাদের সন্মান থাকা উচিত। কারণ সৃষ্টিকর্তার কাছে একই মানুষ সবাই
দেখেই মনে হলো, কত কাল ধরে চিনি
শীতের আগে দূর্বা যেমন জানে
শিশিরের সাথে হবে তার নীরব মিলন।
জনে জনে একজন বনলতা সেন থাকে
মুখোমুখি বসে মনের কথা বলার
কয়লার খনিতে থাকে সেই হিরা
খুঁড়াখুঁড়ি তবে সফল হলো।
সন্ধা যখন হবে সব অন্ধকার
জানি আমি, ধ্রুব তারা হয়ে রবে
বলা ও নাবলা কথায় সঙ্গে যে ছিলে
সামনেই থাকবে তখনো বিদায় বেলা।
©somewhere in net ltd.