নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেধাশূন্য এক অলস ব্লগার

If a writer falls in love with you, you can never die. ---Mik Everett

মিঃ পিঁপীলিকা

স্বপ্ন সবারই থাকে। হোক সে দরিদ্র একজন ফুল বিক্রেতা কিশোরী, কিংবা কোনো অভিজাত পরিবারের সন্তান। কেউ অল্পতেই ভীষণ তৃপ্ত, আর কেউ বা যত পায় ততই চায়। সত্যিকার হাসির মাঝে জীবনের স্পন্দন খুঁজে পাওয়া যায়। একদিন এ ছোট স্বপ্ন হতে পারে জীবনের আলোকিত কোনো অধ্যায়। প্রতিটি জীবিকার প্রতি আমাদের সন্মান থাকা উচিত। কারণ সৃষ্টিকর্তার কাছে একই মানুষ সবাই

মিঃ পিঁপীলিকা › বিস্তারিত পোস্টঃ

"প " দিয়ে লেখা চরম চিঠি....

০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮


প্রানের প্রিয়া,
পত্রের প্রথমে পদ্মা পলাশ পুষ্পের
পংকুক্তির পরাগ পারা প্রেম পত্রের
প্রথম পড়া পড়ে পাহাড় পরিমান
প্রেরণা পেতে পারো। পৃথিবীতো পড়ন্ত
পথের পাথেয় প্রিয়া। পত্রটি পড়ে পাগল
প্রেমিকের পানে পত্র পাঠাবে। প্রেমের
পরীক্ষায় প্রথম পন্থা প্রেমের প্রকাশ
প্রিয়া। প্রচন্ড পরিশ্রমে প্রেমের পথ
পারাতে পারব। প্রেমের পথে পাহাড়
পরিমান পাথর পুতলেও, পায়ের পাতায়
পুতে পুতে পেতে পারি প্রেমের পৃথিবী প্রিয়া।
প্রেমের পৃথিবীতে প্রেমিককে পাগল
পরিচিতি পায়ানো, পরম পাপ প্রিয়া।
পত্রটি প্রিয় পাতায় পড়ে প্রশান্তি পেলেই
পরম পরিতিপ্তি পাবো।

পরিশেষে,
প্রিয়ার প্রিয়তম
পলাশ

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আমি চুরি করে লেখাটি নিয়ে গেছি!
ভুল হলে মাফ কইরা দিয়েন ।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

মিঃ পিঁপীলিকা বলেছেন: সমস্যা নাই ...... এইখানে ভুলের কিছুই নাই মিস সুমাইয়া বরকতউল্লাহ

২| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

ইমতিয়াজ ১৩ বলেছেন: @ সুমাইয়া বরকতউল্লাহ একটা স্বঘোশিত চোর :D :D :D :D :D


আমার একটি পোষ্ট ছিল এরকম কা কা ও চা চা তবে আপনারটি অসাধারণ

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

মিঃ পিঁপীলিকা বলেছেন: হা হা হা .।.।।।
একটা স্বঘোশিত চোর মজা পাইলাম ।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

আব্দুল মোমেন বলেছেন: পত্রটি পড়ে প্রাণ পুরাই পরিত্রানের প্রক্রিয়ায় পরিয়াছে।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০১

মিঃ পিঁপীলিকা বলেছেন: এইটা ভালো ছিল মিঃ আব্দুল মোমেন

৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

কলমের কালি শেষ বলেছেন: 'প'য়ের পত্র পাঠে পুলকিত পিলাচ । ;) B-)

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০২

মিঃ পিঁপীলিকা বলেছেন: ধন্যবাদ কলমের কালি

৫| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সুমন কর বলেছেন: কঠিন চেষ্টা। ;)

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১২

মিঃ পিঁপীলিকা বলেছেন: ঠিক বলেছেন সুমন ভাই

৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৩

সকাল হাসান বলেছেন: আব্দুল মোমেন বলেছেন: পত্রটি পড়ে প্রাণ পুরাই পরিত্রানের প্রক্রিয়ায় পরিয়াছে।[/sb

সহমত মোমেন ভাইয়ের সাথে!

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯

মিঃ পিঁপীলিকা বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

৭| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০২

ফা হিম বলেছেন: পপপপ পপপপপ

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

মিঃ পিঁপীলিকা বলেছেন: ফ ফ ফ ফ ফ ফ ফ ফ ফ ফ

৮| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: পত্র পড়িয়া পরমানন্দ পেলাম। +

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৯

মিঃ পিঁপীলিকা বলেছেন: ধন্যবাদ

৯| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: পেলাচ প্রদান করিলাম।

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০

মিঃ পিঁপীলিকা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.