নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেধাশূন্য এক অলস ব্লগার

If a writer falls in love with you, you can never die. ---Mik Everett

মিঃ পিঁপীলিকা

স্বপ্ন সবারই থাকে। হোক সে দরিদ্র একজন ফুল বিক্রেতা কিশোরী, কিংবা কোনো অভিজাত পরিবারের সন্তান। কেউ অল্পতেই ভীষণ তৃপ্ত, আর কেউ বা যত পায় ততই চায়। সত্যিকার হাসির মাঝে জীবনের স্পন্দন খুঁজে পাওয়া যায়। একদিন এ ছোট স্বপ্ন হতে পারে জীবনের আলোকিত কোনো অধ্যায়। প্রতিটি জীবিকার প্রতি আমাদের সন্মান থাকা উচিত। কারণ সৃষ্টিকর্তার কাছে একই মানুষ সবাই

মিঃ পিঁপীলিকা › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকার প্রকারভেদ

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৭

১. ভালো প্রেমিকাঃ এই প্রমিকা সব সময় আপনারে ভালবাসবে।আপনাকে বুঝতে চেষ্টা করবে কিন্তু দুঃখের কথা এদের সংখ্যা আজকাল কমে আসতেছে। এই ধরনের প্রেমিকা পাওয়া ভাগ্যের ব্যাপার।

২. দারোগা প্রেমিকাঃ এই প্রেমিকার সামনে ভুলেও অন্য মেয়ের দিকে তাকালে খবর আছে। আশ্চর্যের বিষয়, এই ধরনের প্রেমিকা সাথে থাকলে কেন জানি অন্য মেয়ের দিকে খালি তাকাইতে মন চায়

৩. ধরা খাওয়া প্রেমিকাঃ এই ধরনের প্রেমিকা মোবাইলে কথা কইলে বাসায় ধরা খায়,আপনার সাথে দেখা করতে আসলে বাপ-চাচার হাতে ধরা খায়,ধরা খাইতে খাইতে সময় যায়, প্রেম আর করা হয়না।

৪. পেটুক প্রেমিকাঃ এই ধরনের প্রেমিকার সাথে প্রেম করলে খবর আছে , ভালোবাসা কম হবে কিন্তু খাইতে খাইতে আপনার পকেট মিরপুর স্টেডিয়াম কইরা ফেলবে।খাওয়াইতে খাওয়াইতে মোগল সাম্রাজ্যের সম্পত্তিও শেষ হয়ে যাবে কিন্তু উনার পেটের এক কোনাও ভরবে না।

৫. রোগী প্রেমিকাঃ এদের ১২ মাসই অসুখ থাকে। প্রতিদিনই আপনারে বলবে,পেট ব্যথা, হাঁটু ব্যথা , কানে ব্যথা , পোকা কামড় দিছে, ডাইরিয়া , আমাশয় দুনিয়ার এমন কিছু নাই ওদের হয় না । এগুলা শুনতে শুনতে আপনার নিজেরও ব্যথা শুরু হবে।

৬. বিয়া প্রেমিকাঃ এরা বড়ই ভয়ংকর। দুই দিন পর পর ফোন করে আপনারে বলবে,"জান,আমার ত বিয়া ঠিক হইয়া গেছে"। আপনি তখন টেনশনে রাতে ঘুমাইতে পারবেন না।দুইদিন পরে বলবে,এইবার বিয়া বাতিল হয়ে গেছে , আমার জন্য আরও ভালো পাত্র খুজা হইতেছে।

৭. বিশ্ব প্রেমিকাঃ এদের সাথে প্রেম করলে আপনার জীবন কয়লা।সারাদিনই আপনারে বলবে,"জানো অমুক ছেলে আমারে পছন্দ করে , তমুক ছেলে আমারে দেখে চোখ টিপ মারে" । উনার নিজের প্রেমিক ছাড়া দুনিয়ার সব ছেলেদের প্রতি উনার মারাত্মক আকর্ষণ থাকবে।

৮. শক্তিশালী প্রেমিকাঃ এদের সাথে সহজে প্রেম না করাই ভালো। এরা খুশি থাকলেও আপনারে মারবে , রাগ করলেও আপনারে মারবে। মাশাল্লাহ... মাইরের পাওয়ার ও মারাত্মক । কিছু বলতেও পারবেন না , বেক্কলের মত দাঁত বাইর কইরা খালি হাসতে হবে।

৯. ফোন প্রেমিকাঃ ফোনে ফোনে এদের সাথে প্রেম হয় । এদের ফোনে ভযেস শুনে আপনি পাগল হয়ে যান। যখন সামনা-সামনি দেখা হয় তখন কেন প্রেম করলেন এইটা ভেবে আবার পাগল হয়ে যান।

১০. সাইকো প্রেমিকাঃ এরা বেশিভাগ সময় বিরহে ভুগে। বলানেই কওয়া নেই হাত পা এমন কি পেট কেটে আপনাকে দেখাবে.. আল্লাহ তাদের হেদায়েত কিরুক.

১১.ছাইয়া প্রেমিকাঃ এরা হইল হিজড়া ... এরা ফেসবুকে আপনারে "দুষ্টু, জান্টুস" এইগুলা বলে প্রলোভিত করবে । সাবধান, ফান্দে পা দিয়েন না...তাইলে সব শেষ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫২

স্পাইক্র্যাফট বলেছেন: ১,২,৫,৬,৭ নাম্বারের বৈশিষ্টগুলা সবই আমারটার মাঝে আছে!

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০

মিঃ পিঁপীলিকা বলেছেন: রিমিক্স গার্লফ্রেন্ড

২| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৯ নম্বর ব্যাখ্যাটা ভাল হয়েছে, তবে আপনি একটু সাবধানে থাইকেন।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩১

মিঃ পিঁপীলিকা বলেছেন: কেন ভাই । সাবধান থাকুম কেন ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.