| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ জিয়াউর রহমান ঢাকা
স্পষ্ট ভাষায় লেখার উদ্যেশ্য নিেয় শুরতেই বলতে চাই। আমার প্রথম ও প্রধান উদ্দেশ্য হল। আমি লিখা শিখতে চাই। লিখা পড়ে সবাই মন্তব্য করলে আমি কৃতজ্ঞ থাকব। কাউকে ছোট বা হেও করার জন্য এটি নয়। কারও অনুভুতিতে আঘাত হানার ও ইচ্ছা আমার নাই। তথ্য উপাত্তে সচেতন মানুষ আমি নই আগেই বলে নিচ্ছি। লেখা পড়ে কেউ যদি তথ্য উপাত্ত্য যোগ করেন কৃতজ্ঞ থাকব। বিষয় বস্তু আমার একান্ত ব্যক্তিগত চেতনার। যখন যা মাথায় আসবে, ভাল লাগবে তাই হবে। সব শেষে বলতে চাই যা কিছু ভুল হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর মতপার্থক্যর জন্য কমেন্ট অপশনতো থাকল। ।সত্য সুন্দর কল্যানের চর্চা ই হোক অঙ্গিকার।
কখনও কখনও মনে হয় আসবে আমার জীবনের জয়।
সে জয়ের সোঁনালী সূর্য মেটাবে মোর প্রাণের কর্য
আমি হব মেঘহীন আকাশে জ্বলজ্বলে তারা
সে আশার হাতছানি আমাই জীবন বাঁচানোর দিচ্ছে ইশারা।
তাই পরাজয়গুলি জয় মনে করে খেটে যাচ্ছি দিনে রাতে
কি জানি কি আছে আমার কপালে বিধাতার দেয়া সন্ধ্যা সকালে।
©somewhere in net ltd.