| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ জিয়াউর রহমান ঢাকা
স্পষ্ট ভাষায় লেখার উদ্যেশ্য নিেয় শুরতেই বলতে চাই। আমার প্রথম ও প্রধান উদ্দেশ্য হল। আমি লিখা শিখতে চাই। লিখা পড়ে সবাই মন্তব্য করলে আমি কৃতজ্ঞ থাকব। কাউকে ছোট বা হেও করার জন্য এটি নয়। কারও অনুভুতিতে আঘাত হানার ও ইচ্ছা আমার নাই। তথ্য উপাত্তে সচেতন মানুষ আমি নই আগেই বলে নিচ্ছি। লেখা পড়ে কেউ যদি তথ্য উপাত্ত্য যোগ করেন কৃতজ্ঞ থাকব। বিষয় বস্তু আমার একান্ত ব্যক্তিগত চেতনার। যখন যা মাথায় আসবে, ভাল লাগবে তাই হবে। সব শেষে বলতে চাই যা কিছু ভুল হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর মতপার্থক্যর জন্য কমেন্ট অপশনতো থাকল। ।সত্য সুন্দর কল্যানের চর্চা ই হোক অঙ্গিকার।
পৃথবিীতে আসার পর শিশু কান্নার মাধ্যমে তার অস্তিত্ত্বের জানান দেয়। এরপর সময় যায় পূর্নাঙ্গ মানুষের বৈশিষ্ট্য প্রকাশ হয় তার মাঝে। মানব সন্তান হিসেবে মানব জাতির অন্তর্ভুক্ত সে। মানবীক কিছু বৈশিষ্ট্যের আলোকে সবাইকে মানুষ বলা যায়। কিন্তু গভীর ভাবে দেখতে গেলে? কত মত, কত পথ, কত কিছু বেরিয়ে আসবে তার কি কোন আদ্যপান্ত আছে? কত বিচিত্র মানুষ।
মানুষে মানুষে এই ভিন্নতা এমনি এমনি তৈরী হয় নি। এর পিছনে রয়েছে অত্যন্ত যৌক্তিক যুক্তি। বলিষ্ট কার্য কারন। বিশদভাবে আলোচনা করতে গেলে আসবে নৃ-তত্ত্ব, ইতিহাস, অর্থনীতি আরও কত কিছু। বাদ যাবে না কোন তত্ত্বই।
আধুনিক এ যুগে এসে আমরা কে কার থেকে কতটুকু আলাদা তা বলতে না পারলেও বুঝতে পারি। তাই চলাফেরা আচার ব্যবহার প্রভৃতিতে আমরা ভিন্ন করে তুলেছি একে অন্যের থেকে। বিভাজনের এই মাপকাঠিতে দেশ একটি বিশাল ধারনা। বিশ্বায়নের এ যুগে মানুষের বড় পরিচয় হয়ে উঠেছে দেশ কেন্দ্রিক।
©somewhere in net ltd.