![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেলফ এক্সপ্রেশান আমার জন্যে খুব ইম্পরট্যান্ট। www.facebook.com/zia.hassan.rupu
ফেসবুকে এ রউশন এরা মুক্তার স্ট্যাটাস পড়লাম। বেশ কিছু পেইজ খুললে দেখা যাচ্ছে,
This content has been blocked by request of government authority.
আমি স্তম্ভিত হয়ে গেলাম। গত দিন, সোনা ব্লগ বন্ধ করে দেয়াতে সবার সাথে আমি হাত তালি দেই নাই।
মুক্ত বুদ্ধির চর্চায়, এমন কি অপশক্তি কেও তার মতামত প্রকাশের জায়গা দিতে হয়। পরমতের প্রতি অত টুকু সহনশিলতা চর্চা করতে না পারলে, রাজিব এর হত্যাকারীর সাথে আপনার পার্থক্য থাকে মাত্র আরাই ইঞ্ছি। ওরা মারে ছুরি দিয়া, আপনি মারেন সেন্সরশিপ দিয়া।
সোনা ব্লগ, জামাত শিবির এর আড্ডা খানা। সোনা ব্লগ এ গেলে, জামাত শিবির কি ভাবছে বোঝা যেতো। তারপরেও বলা যায়, সোনা ব্লগ এবসলিউটলি জামাত শিবির এর ব্লগ ছিলোনা। সেই খানে জামাত শিবিরের পক্ষে, বিপক্ষে, তাবলীগ হতে শুরু করে বিভিন্ন ধরনের ইসলামি ভাব ধারার মানুষ ছিল। এবং জামাত শিবির বাদেও অনেক ইসলামী ভাব ধারার মানুষ বিভিন্য ইসলামিক ইস্যু নিয়ে ব্লগিং করতো।
কমিউনিটি ব্লগিং এর চর্চায় সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে ইউনিক। কমিউনিটি ব্লগিং এ যে কেও রেজিস্টার করে তার মতামত দিতে পারে এবং পরে সেটা মডারেশান পলিসি অনুসারে বা কমিউনিটি নিজেই তার নিজস্ব মতামত অনুসারে ফিল্টার করে নেয়। যেই ব্লগ, টা থেকে হত্যার হুমকি দেয়া হয়েছিল- ব্লগ এর এডমিনদের কে, ধরে ওই পারটিকুলার ব্লগার এবং প্রয়োজনে কমেনটার দেরকে ধরে আইনের আয়তায় এনে খুন এর দায়ে গ্রেপ্তার করা যেতো।
কিন্তু পুরো সোনা ব্লগ কে ব্লক করে দিয়া আমরা সরকার কে একটা সিগনাল দিলাম যে একটি কমিউনিটি ব্লগ কে ব্লক করা যায়। আজকে সোনা ব্লগ, কাল আসবে সামুর উপর... এবং সামু কে ব্যান করার একটা প্রোপাগান্ডা গত এক মাস ধরে, banglanews এ দেখতাছি। এরপর আসবে ফেসবুকের এর উপর। youtube আজ এক বছর ধরে বন্ধ, আমরা যারা মিউজিক করি, youtube বন্ধ থাকার কারনে, আমরা যে কি পরিমাণ সাফার করতেছি এই টা কাওরে বুঝাইতে পারবোনা। শুধু মিঊযিশিয়ান না, পুরো প্রথিবির বিজ্ঞান এবং জ্ঞান শেয়ারিং এর সেন্টার এখন ইউটিউব। সেই টা বন্ধর একটা এক্সকিউয ছিল। এখন নতুন এক্সকিউযে বাকি গুলো বন্ধ হবে।
ফারাবীর মত ছাগল যে, spamming করে করে , তার মোবাইল এর ব্যালেনস ভিক্ষা করা সে যদি হত্যার হুমকি দিয়া তো ফারাবী রে ধরো, গ্রেপ্তার করো। হত্যার হুমকির অপরাধে তারে আইনের ঐটাই এনে বামবু দেয়া হোক। ফেসবুকের অনেক পেইজ থেকেও এই ধরনের হুমকি দেয়া হচ্ছে। তাই বলে ফেসবুক বন্ধ করা দেয়ার দরকার নাই।
sensorship এর যে খড়্গ আপনার কাছে আজ কনভেনিয়েন্ট মনে হচ্ছে, কাল সে খড়্গ আপনার কীবোর্ডে নেমে আসবে।
আমাদের সাপোর্ট, আমাদের চেতনা, আমাদের ফিলিংস, আমাদের জাগরণ যাতে পলিটিকাল এস্টাব্লিশ্মেন্ট এর গুটি চালে এ পরিণত না হয়।
প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ...........একটু ফোরসাইটেডনেস দেখান।
PEACE REASON AND JUSTICE।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
আমি বীরবল বলেছেন: সামু আওয়ামী দালালী নাকরলে অনেক আগেই সামু খেয়ে ফেলতো আওয়ামী সরকার।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
সিউল রায়হান বলেছেন: ইচ্ছাকরে কেউ যদি সঠিক পয়েন্ট ব্লগে লিখতে ব্যর্থ হয় তাহলে প্রথমবার ঠান্ডা মাথায় উত্তর দেয়াই শ্রেয়। সেটাই চেষ্টা করি।
-সোনারবাংলাদেশ ব্লগের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। এই ২টা জিনিসকে একসাথে উচ্চারণ করা মানেই হলো ধর্মকে ব্যবহার করা চেষ্টা প্রকটভাবে বুঝিয়ে দেয়া।
-সোনারবাংলাদেশ ব্লগ জামাত শিবিরের মুখপাত্র ব্লগ ছিলো এবং রাজীব হত্যার ঘোষণা দেয়া ব্লগ ছিলো। জানিনা নেক্সট এ কার নাম ঘোষণা দিতো।
মোস্ট ইমপর্টেন্টঃ
যদি সামহোয়ারইনব্লগ ওই ব্লগের মতই আচরণ শুরু করে কোনদিন তাহলে এটাকেও ব্যান করলে আমাদের আপত্তি নাই। জামাত-শিবিরের নির্মূল চাইবাংলাদেশ থেকে।
যারা বাংলাদেশ জন্মই চায়নি ওদের এই দেশে থাকার কোন অধিকার নাই
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
টয় বয় বলেছেন:
-
কোরিয়ানরা কুত্তা খায় তয় তারা বাকশালী না !!!
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দয়া করে সোনা ব্লগ আর সামুকে এক কাতারে মাপবেন না। সোনা ব্লগের সাথে অন্য কোন ব্লগকেও মাপবেন না। সোনা ব্লগ ছিল জামাতের অপপ্রচারের হাতিয়ার।
আর সামু হলো একটি মুক্তাঙ্গন।
আপনি বলেছেন:
তারপরেও বলা যায়, সোনা ব্লগ এবসলিউটলি জামাত শিবির এর ব্লগ ছিলোনা। সেই খানে জামাত শিবিরের পক্ষে, বিপক্ষে, তাবলীগ হতে শুরু করে বিভিন্ন ধরনের ইসলামি ভাব ধারার মানুষ ছিল। এবং জামাত শিবির বাদেও অনেক ইসলামী ভাব ধারার মানুষ বিভিন্য ইসলামিক ইস্যু নিয়ে ব্লগিং করতো।
ইসলামি ভাবধারা মানুষ সামুতে এবং অন্য ব্লগেও আছে প্রচুর। তাদের জন্যে যে সোনা ব্লগই সেরা ছিল এমন কথা বলা যাবে না।
সোনা ব্লগে কি হতো আপনি জানেন আমি জানি সবাই জানি।
আপনার অন্য কথা গুলো ঠিক আছে সহমত পোষন করছি কিন্তু সোনা ব্লগ আর অন্য ব্লগকে এক কাতারে মিলিয়ে ফেলাটা সমর্থন করতে পারছি না!
আমাদের সাপোর্ট, আমাদের চেতনা, আমাদের ফিলিংস, আমাদের জাগরণ যাতে পলিটিকাল এস্টাব্লিশ্মেন্ট এর গুটি চালে এ পরিণত না হয়।
লাইক দিস।+
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
রওনকআলিম বলেছেন: Good news, for the sake of current movement, Samu has Blocked me. Ha Ha Ha!!! I am bend for this post:
রাজীবের সাথে আসলেই কি চলমান গন-আন্দোলনের কোন সংশ্লিষ্ঠতা ছিলো?
জানাজায় আমিও ছিলাম, গতকাল জানাজায় অংশ নিতে আমি বাসে আর দৌড়িয়ে গিয়াছিলাম, ওজুও ছিলো। ৫:৫৫ তে যখন জানাযা শেষ হল, ভাবছিলাম ছেলেটার কত ভাগ্য, হাজার-হাজার লোক তার জানাযা পড়ছে।
মাত্রই নেটে বসলাম আর রাজীব-কে চেক করলাম। দেখলাম সে শেষ আড়াই বছর আগে, ০৯ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৬ ব্লগ লিখেছে, আর শেষ কমেন্ট করেছ ২ মাস আগে, ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৯। সেখানে সে কি লিখেছে তা আর উচ্চারন করলাম না।