নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিয়া হাসান

এইটা আমার ব্লগ।

ম্যঙ্গোপিপল

সেলফ এক্সপ্রেশান আমার জন্যে খুব ইম্পরট্যান্ট। www.facebook.com/zia.hassan.rupu

ম্যঙ্গোপিপল › বিস্তারিত পোস্টঃ

হায়েনা হাসিনার পতনের পর আমরা এটলিস্ট কিছু লোক,বিএনপির চোরদের বিরুদ্ধেও সরব থাকব।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

বিএনপির সমর্থকদের বাজার খুব ভাল যাইতাছে। যাওয়ার ই কথা। সিটি কর্পোরেশান এর ইলেক্সান সিগনাল দিতাছে, আসিতেছে শুভ দিন। এত দিন যারা দেশের সম্পদ লুটপাটে ব্যাস্ত আওয়ামী গুন্ডাদের বিরুদ্ধে কলম ধরছেন, তাদের সেই সাধনার প্রতিদান হিসেবে এখন কিছু কন্ট্রাক্ট মিলবে, টু পাইস কামানোর ভাল সম্ভাবনা।



ভাল ভাল।



তাইলে জনগণের পক্ষে, আপনেরা ছিলেন না। আওয়ামী গুন্ডাদের বিরুদ্ধে যে কলম ধরছিলেন, তা ছিল নিজের স্বার্থ উদ্ধার এর রাস্তা। ফাইন, তাইলে আপ্নেরাও বাতিল।



কিন্তু, একদম চিন্তা করবেন না। হায়েনা হাসিনার পতনের পর আমরা এটলিস্ট কিছু লোক,আপনাদের চোরদের বিরুদ্ধেও সরব থাকব। দেশের পক্ষে থাকবো। দুরবিত্তায়িত রাজনিতির বিপক্ষে থাকব।



আমরা, সুদিনের স্বপ্ন দেখব, যখন দেশের মানুষ, এই দুরবিত্তদের বিরুদ্ধে জেগে একজন সৎ এবং যোগ্য নেতা নির্বাচন করবে যে ৪০% কোটা দূর করে, ১০০% মেধার ভিত্তিতে দেশের সব চেয়ে যোগ্য সন্তানদের প্রশাসনে চাকরি সুযোগ দিবে, সিস্টেম করে তাই ভাই ব্রাদের দের ঢুকাবেনা, মেরিটক্রেসি এস্টাব্লিশ করবে। যার আমলে পুলিশ গুলি করে দেশের মানুষকে মারবেনা, যে দেশের ১৬ কোটি মানুষের প্রত্যেকের জন্যে ইকুয়ালিটি আনবে- পুলিশ, আইন, রাষ্ট্র, সম্পদ, সব ক্ষেত্রে। কালো টাকার জন্যে, খাতির এর কারনে,এলিট আপব্রিংগিন এর কারনে, রাষ্ট্রের কাছে কেও, এক আনা বেশি সুবিধা পাবেনা। সবাই হবে সমান।



সেই দিন আসবে।

কেও যদি মনে করেন সেই দিন অটোমেটিক আসবে ভুল চিন্তা করছেন। সেই দিন অটমেটিক আসবেনা। সেই দিন আনতে হলে, আপনাকে দেশের পক্ষে থাকতে হবে। দুরবিত্ত রাজনিতির বিপক্ষে থাকতে হবে। এক চোর এর রাজত্ত শেষ হওয়ার পর আরেক প্রমানিত চোর এর পক্ষ নেয়া যাবেনা।



দেশ যদি মা হয়, তো এইটাই আপনার মা এর প্রতি আপনার দায়। আপনার মাকে যে সুযোগ পেয়ে ধর্ষণ করছে, কোন অবস্থাতেই আপনি তার পক্ষে যেতে পারেননা, যদি না আপনে দালাল না হন। এইটাই আপনার ভর্তুকি দিয়ে দেশের পয়সায় নেয়া শিক্ষার দায়।



যদি আমরা সরব থাকি সেই দিন আসবেই। একশ বছরও লাগতে পারে।



কিন্তু, যত দিন লাগুক, আমরা এই সব রাজনৈতিক এলিট এবং কর্পো-মিলিটারি-সিভিক-মিডিয়া-কালোটাকার মালিক দের বাহির থেকে এক জন সৎ মানুষ নিরবাচিত হবে সেই প্রত্যাশায় থাকব। তার জন্যে একটা সুশাসনের পরিবেশ সৃষ্টি করতে, যার যার জায়গা থেকে একটিভিজম করে যাবো।

আপনি যদি চিন্তা করেন, বাকি সবাই পুকুরে দুধ ঢালবে তাই আপনি পানি ঢেলে আসলে কিছু হবেনা, তো ওই নোংরা কালো জলের পুকুরই পাবেন, দুধের পুকুর কখনও পাবেননা, যার জন্যে এত আহাজারি করলেন সারা জীবন।



আমরা সবাই যদি সেভাবে চেষ্টা করি, সেই দিন অনেক তাড়াতাড়ি আসবে। যখন দুরবিত্ত রাজনৈতিক চক্র ভেঙ্গে, গনমানুষের ভেতর থেকে একজন সৎ ও যোগ্য শাসক আসবে, যেমনটা এই দুখিনি বাংলা মা ডিজারভ করে।



এইটাই আমার মাহে রমজান উপলক্ষে, আল্লাহর কাছে আমার প্রার্থনা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২০

নিরব বাংলাদেশী বলেছেন: Click This Link

২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১

মীরকাদিম বলেছেন: কোটায় চাকুরি কারা পায়, যাদের যোগ্যতায় ঘাটতি আছে। যোগ্যতার ঘাটতি নিয়েই তারা শিক্ষকতা করছে, অফিস চালাচেছ যার দীর্ঘমেয়াদি ফল অত্যান্ত খারাপ।

৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

দর্পন বলেছেন: জিয়া, ভাই আমি ওদের পক্ষ থেকে দুঃখিত । আমাদের একটা ছাত্রদলের গ্রুপে আপনার স্ট্যাটাস খাওয়ার প্রপোজাল নিয়ে একজন পোস্ট দিয়েছে , আমি এডমিন বিধায় সাথে সাথে এটা রিমুভ মেরেছি । আমি সবাইকে বলেছি 'চোরা" শব্দটার প্রতিবাদ কমেন্টে যৌক্তিক ভাবে করো, ওনি আওয়ামী লীগার না ওনার স্ট্যাটাস খেয়ে আমাদের লাভ নেই উল্টো ওনাকে বিষিয়ে তুলা হবে ।

কিন্তু এর আগেই, কয়েকজন একটিভ হয়ে স্ট্যাটাস খেয়ে ফেলে ।
আসলে, জাতি হিসাবে আমারা খুব অগণতান্ত্রিক এবং মালিক প্রিয় । ফিলিং ভেরি বেড ।

৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধ না করলে আমাদের জন্য চাকরীর কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।

কোটা সিষ্টেম বাংলাদেশের শুরু থেকেই চলছে ৪২ বছর ধরে কোন বিতর্ক ছাড়াই।
কোটা ব্যাবস্থা পৃথিবীর অনেক দেশেই চালু আছে, আছে ধনাঢ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়াতেও আছে, পাসের দেশ ভারতেও ...
আমেরিকায় ২য় মহাযুদ্ধ ফেরত সৈনিক, ভিয়েতনাম ফেরত যোদ্ধাদের ও তাদের পোষ্যদের উচ্চহারে কোটা চালু আছে।

৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:০৫

শ্রাবণধারা বলেছেন: ভাল লিখেছেন ভাই। সম্পূর্ণ সহমত।

দেশে বুদ্ধিপ্রতিবন্ধীদের সংখ্যা কমলেই কেবল সুশাসনের রাস্তা তৈরি হবে, তার আগে এই দুটো দলই জনমানুষের পৃষ্ঠ মেরে যাবে........।

৬| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

মুণণা বলেছেন: অন্য দেশ এর উদাহরণ আমাদের দিলে কি লাভ হবে? আমরা বাংলাদেশী। যে দেশ এ রাস্তায় মুত্র তেগ করলে কোনো প্রবলেম নাই কিন্তু কিস করলে ই জাত গেলো. অন্য দেশ এ তো এইটার উল্টা কিস করলে সমসসা নাই কিন্তু মুত্র ছাড়লে আপনার খবর আসে. তাই এই দেশে এর নিয়ম এ মেধাভিত্তিক নিয়গ না দিলে, বাপ দাদা র নাম দিয়া চলা র কোনো মানে নাই. নিজের পা এ দাড়ানো শিখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.