| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিয়া হায়দার সোহেল
রাস্তার উপরে কুয়াশার আস্তর সরাতে সরাতে ভাবি, বোধ হয় তুই অনেক দূরে থাকিস না। তারপর আবারও কিছু বছর...
আত্মহত্যা করার আগে কবির সিদ্ধান্ত
পৃথিবীতে আগুন জ্বেলে যেতে হবে
অতএব নজরুল থেকে দু-লাইন, সুকান্তর
এক লাইন, সুভাষ মুখুজ্যে পার করে
পাবলো নেরুদা, হো-চি-মিন এমনকি
মাও-ৎ-তুং-এর প্রেমের কবিতা থেকে
বিপ্লব খুঁজে নিয়ে যশোর রোডের মতো
চওড়া একখানি কাব্যগ্রন্থ প্রকাশ করলেন
সেই কাব্যগ্রন্থ সমঝদারের সিদ্ধান্তে
পেয়ে গেল দেশের সর্বশ্রেষ্ঠ পুরস্কার
ফলত পাপড়ি চাটের মতো বিক্রি হল
কবিতার বই; কবি আত্মহত্যার সিদ্ধান্ত
আপাতত মুলতবী রেখে ভ্রমণে বেরোলেন
গঙ্গোত্রী-গোমুখ পার করে সোজা তপোবনে
বরফঝরা শীতের রাতে এক নিঃসঙ্গ সাধুর ডেরায়
ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে অতএব তিনি কাব্যগ্রন্থের
একটি-একটি করে পাতা ছিঁড়ে আগুন জ্বালিয়ে
উষ্ণতা উপভোগ করলেন---
ভোর হল সাধুবাবা বলে উঠলেন
বাংলা কবিতার জয় হোক।
..................
২৩.০৫.২০১৮
২|
২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৪৯
কাইকর বলেছেন: বাংলা কবিতার জয় হোক
৩|
২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:০৭
মীর সাজ্জাদ বলেছেন: বাংলা ভাষা, বাংলা কবিতা চীর অমর হয়ে আছে, তাই এদের জয় নিশ্চিত।
৪|
০১ লা জুন, ২০১৮ সকাল ১০:১৪
জিয়া হায়দার সোহেল বলেছেন: ধন্য কবি সোমনাথ এবং ধন্যবাদ আপনাদের এতটুকু পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৮ সকাল ১১:০৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।