| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেড আই অর্ণব
আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔
“পুঁতি'পাথর”
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
সভ্যতার ছিটকিনি খুললেই নষ্ট শহরের চৌকাঠ।
আমার রক্তাক্ত শরীরে নীল রঙা মাছির চাষ, শকুনি'র বীভৎস চিৎকার নষ্ট শহরের কোলাহল ভাঙ্গতে পারে'নি। অথচ কাম-জনতার বলয়ে উলঙ্গ পতঙ্গ আমি বৃত্তবন্দী। তাদের দরজার কড়ায় মরিচা ধরা, ঘুনেধরা করোটির কোটরে মগজ পঁচা যান্ত্রিক স্তুপের পাহাড়… আমার চিৎকার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে আমার বৃন্তের বৃত্তে। হায়! ওরা লোভ সামলাতে জানে না…!! শোকাহত পাদ্রি'র চোখের জল মিছে কিনা জানি না, অথচ সত্য তার মুখ আয়নায় হাসে।
পাঁচকোনা তারা ঝুলিয়ে টিকটিকির হয়রানি, ওদের ক্যাপের নিচে সভ্যতার উলঙ্গ আত্মার বসবাস। আমি অন্ধকার মর্গের কারাবাসি অজ্ঞাত যাত্রী, ছেড়া হৃৎপিণ্ড হাতে টেনিস খেলোয়াড় আর ওরা হাততালির দর্শক। সুই-সুতার খেলায় আমি নিরুপায় পুঁতি'পাথর…
মালার শেষ গিট এখন স্রষ্টা দেয় কি??
#জেড আই অর্ণব
©somewhere in net ltd.