| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেড আই অর্ণব
আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔
কোন ভোর রাত থেকে দিনের প্রথম সূর্যের আলো,
শিশির ছুঁয়ে শাপলার জল মিশে, বালক'টি কালো।
তার বদনে ঝলমল হাসি হলদে দাঁতের ফাঁকে,
আষাঢ়-শ্রাবণে বৃষ্টি নয়, তার দৃষ্টিতে স্বপ্ন আঁকে।
ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে শেকরের মত,
শাখা-প্রশাখা ছড়িয়ে পথের ধূলিতে কাঁকর যত!
তার চেয়েও বেশি- বঙ্গপোসাগর বালকের চোখে,
আশ্রু নয় বলাৎকার, নিজের মলিন হাসি মুখে।
আঠারো কোটি নক্ষত্রের ভিড়ে একটি শিমুল ফুল,
রঞ্জিত বদনের রক্তাক্ত ঠোঁটে তার জন্মের ভুল।
বালকের হাতে অগ্নিবীণা, বেসুরা গিটারের তার-
ছিড়ে যায় থাকে আশা, মরে বাঁচে কেবল স্বপ্ন যার!
রচনাকাল: ১৮-০৮-২০১৬খ্রিষ্টাব্দ
©somewhere in net ltd.