নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলা শেষে গোধূলির রং মেখে নীড়ের টানে ফিরে আসা বাঁধন\'হারা পথিক…

জেড আই অর্ণব

আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔

জেড আই অর্ণব › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেরা

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

“ইচ্ছেরা”
জহিরুল ইসলাম অর্নব

দিনগুলো না হয় হোক একটু ভিন্ন!
ভোরের শিশির ভেজা মেঠোপথ শূন্য-
পায়ে হাঁটা বহুদূর ছুটে না ফেরায়
মন খারাপ করুক কেউ জানালায়।
অথবা রাতের আঁধার ঘনিয়ে এলে
নিবৃত্তে কেউ সন্ধ্যার প্রদীপ জ্বেলে
প্রার্থনায় মশগুল থাক সন্তর্পনে
আমার মঙ্গল কামনায় মনে মনে।
দিনগুলো না হয় হোক একটু ভিন্ন!
হিসাবের খাতায় তোমার আমি অন্য
পুরুষের ভিড়ে অচেনা মুখোশে ঢাকা;
না হয় বেদনায় চোখে কাজল আঁকা
আমার তুমি হলে আমি শব্দ-শ্রমিক
নতুবা গোধূলির যে শপথ-প্রেমিক
প্রতিজ্ঞার কথা ভুলে নীড়ে ফিরে যায়
তাদের একজন ভেবে কেউ আমায়
অভিমানে ভরা চোখ রাঙিয়ে বলুক
ভালবাসি তোমায় আমি প্রিয় “শালুক”।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১১

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ কবিতা।
হলফ করে বলতে পারি, গত এক হপ্তায় যত কবিতা পড়েছি তার মধ্যে এটা ছুঁয়ে গিয়েছে সবচেয়ে বেশি।
রাতের আঁধার ঘনিয়ে এলে
নিবৃত্তে কেউ সন্ধ্যার প্রদীপ জ্বেলে
প্রার্থনায় মশগুল থাক সন্তর্পনে
আমার মঙ্গল কামনায় মনে মনে।
.......

২| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১১

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ কবিতা।
হলফ করে বলতে পারি, গত এক হপ্তায় যত কবিতা পড়েছি তার মধ্যে এটা ছুঁয়ে গিয়েছে সবচেয়ে বেশি।
রাতের আঁধার ঘনিয়ে এলে
নিবৃত্তে কেউ সন্ধ্যার প্রদীপ জ্বেলে
প্রার্থনায় মশগুল থাক সন্তর্পনে
আমার মঙ্গল কামনায় মনে মনে।
.......

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৫

জেড আই অর্ণব বলেছেন: অভিভূত আমি #আরণ্যক রাখাল ভাইয়া।
ধন্যবাদ সহ শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.