| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেড আই অর্ণব
আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔
জল-ফড়িং ও জ্যোৎস্না
নিভে যাক প্রদীপের শিখা,
আমি নক্ষত্রের প্রেমে পরিনি।
উড়ুউড়ু প্রজাপতির ডানায়
শিশিরের গন্ধ মিশে যায়
জ্যোৎস্নার পূর্ণতায়……!!
খোলা উঠোন জুড়ে যত
জল-ফড়িঙের মেলা,
আমি কল্পনায় এঁকে যাই
তাদের সবুজ-সবুজ খেলা……||
২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
জেড আই অর্ণব বলেছেন: যারা উপগ্রহের প্রেমে পরেছে, তারা নক্ষত্রের প্রেমে পরতে পারে না।
বিশেষ কৃতজ্ঞতা সব সময়ে।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬
শরতের ছবি বলেছেন:
নিভে যাক প্রদীপের শিখা,
আমি নক্ষত্রের প্রেমে পরিনি ।------প্রেমে পড়লে ভাল লাগত।
তবে কবিতার মধ্যে মাধুরী আছে ।তাই ভাল লেগেছে।