| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেড আই অর্ণব
আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔
বেশ্যার জন্ম
ক্ষুধার্ত দশটি চোখের দৃষ্টি
কামনায় জিবে লালা-বৃষ্টি;
কিশোরীর দেহের প্রতিটি ভাঁজে
কামসূত্রের অঙ্কুরিত বীজ খুঁজে।
দশটি হাতের পঞ্চাশটি আঙ্গুল
ছিড়ে খায় তার অপূর্ণ বক্ষ-মূল;
কিশোরী নীরব, অশ্রুজলে পাথর
হায়নারা কামনার নেশায় কাতর!!
নগ্ন উদরে কালো জমাট বাঁধা রক্ত
কিশোরী অবচেতন, চোখ-মুখ শক্ত।
চেতনা ফিরে আশ্রয় পায় বেশ্যালয়ে,
জন্ম নেয় নতুন করে বেশ্যা হয়ে।
(২০১৫-এর কবিতা। অসংশোধিত![]()
©somewhere in net ltd.