| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেড আই অর্ণব
আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔
ইচ্ছাশক্তি অথবা ভালবাসা
------------অর্নব
দুর্লভ! খুব সাবধানে আত্মগোপন,
হোচট খেয়ে উঠে দাঁড়াতে মানা
কিন্নরদলে কালচে মুখ; চেনা দায়।
যোগ্যতা কেবল অর্জনে মানি,
তবে ইচ্ছাশক্তি মিথ্যে নয়।
.
তথাপি, ভালবাসায় পা বেঁধে
অলস সময় হেঁটে দেখি না!
জল অতল তাই না ছুঁয়ে তোমার-
নীল পদ্ম বুক ভরে পেতে বুঝি
ভালবাসা যথেষ্ট ছিল না?
.
তুমি না হয় স্বপ্নে থেকো!!
যেচে একদিন আমি আমার হবো;
পুনর্বার আয়নায় মুখ দেখে একা-
গন্ধহীন পদ্ম গেঁথে নেবো খোঁপায়!
.
সব কিছুই পূর্ণতার জন্য না,
দরিদ্রের একাগ্রতা থাকা চাই।
ইচ্ছাশক্তি অথবা ভালবাসা!!
তুমি শূন্যতায় পূর্ণতা এনো একবার
আমি ভাগ্য বদলের লড়াই করবো শতবার।
©somewhere in net ltd.