| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেড আই অর্ণব
আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔
বোবা প্রেম
__________অর্নব"
দেখ, বার বার দূরে ঠেলে দিতে কেমন
আরো কাছে চলে যাই তোমার-
গভীর থেকে গভীরে!!
যতটা গভীরে মুক্তো জন্মায় ঝিনুক
ভালবেসে ঠিক ততটাই।
যতবার পিছু নিতে বারণ করি তোমায়
ঠিক ততবার আমি কেমন ছায়া হয়ে যাই!
মিশে যাই তোমার সরল ছায়া'য়
আবেশে কিংবা শিথিলতায়।
দেখ, বার বার চোখ রাঙ্গিয়েও কেমন
হেসে ফেলি তোমার ছেলেমানুষি'তে!
ভুলে যাই যত অনুযোগ!
দেখ, মুখ ফিরিয়ে নিতেও কেমন
বার বার চোখে চোখ রাখি
ডুবে যাই তোমাতে আমি!
এইযে, বার বার দূরে ঠেলে দিতে কেমন
আরো কাছে চলে যাই তোমার!
২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯
জেড আই অর্ণব বলেছেন: অপার ধন্যবাদ আপনাকে
২|
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ রোমান্টিক!
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫২
জেড আই অর্ণব বলেছেন: রোমান্টিকই বটে!!
শুভ সকাল
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
দেবজ্যোতিকাজল বলেছেন: বেশ ভাল