| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেড আই অর্ণব
আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔
>লাল মাফলারে তোমাকে মানাচ্ছে না একদম।
দীর্ঘক্ষণ পর সুপ্তি মুখ খুললো। স্বাভাবিক ভাবেই সবাই "কেমন আছো" দিয়ে শুরু করে, অথচ ও...!! হয়তো বুঝে নিয়েছে এতোগুলো দিন পর হুট করে 'কেমন আছো' জিজ্ঞেস করলে 'ভালোই আছি' বলবো। নয়তো ওর "ভালো আছি" বলতে ইচ্ছে করছে না। হতেই পারে,,
আমিও ঠিক জানিনা লাল মাফলার কেনার কারণ। লাল রঙ আমার একদম পছন্দের না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হকারের দোকানে হুট করেই ভালো লেগে গেল মাফলারটা, ওমনি কিনে ফেললাম। এখন ভাবছি সুপ্তিকে কি বলবো। ভাবনা শেষ না হতেই ও আবার বললো,
> মেরুন হলে ভাল হতো।
--খুঁজে পাইনি।
কয়েক মুহূর্ত পর মেয়েটি বললো
>মিথ্যে যদি বিশ্বাসযোগ্য হয় তবে সেটা মিথ্যা না?
--আমি দার্শনিক ছিলাম না
>অনুমান শক্তি সবার থাকে
--তর্কে জড়িয়ে যাই বারংবার।
>তর্ক বন্ধ করলে তুমি আমি দুজনেই চুপ হয়ে যাবো। কথা খুঁজেই পাবে না।
কয়েক মুহূর্ত ভেবে এর প্রমাণ জোগাড় করে নিলাম। কথাটা আসলেই সত্য,, তারপর আমি বললাম
--কেমন আছো?
>একটা বিষণ্ণ রাত তোমাকে দেবো
--আমার ঘরে চাঁদ আলো ছড়ায় না
>ভাগাভাগি করে নেই
--বয়স্ক ঘড়ি থেমে নেই
>তবে ডাকে সাড়া দিলে যে?
--আমি বড্ড কৌতূহলী হয়ে যাচ্ছি দিনকে দিন
>খারাপ কি!!
--আজ কি একটু বেশিই শীত?
>উঠতে চাচ্ছো?
--সন্ধ্যা হলো যে
মেয়েটি কয়েক মুহূর্ত আমার দিকে নীরব দৃষ্টিপাত করে উঠে দাঁড়ালো। তারপর এক পা এক পা করে এগিয়ে গেল,, দূরে। ভেবেছিলাম পিছু তাকাবে, কিন্তু আমার অনুমান কোন কালেও ঠিক হয়নি। আমিও উঠে দাঁড়ালাম, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। লাল মাফলারটা খুলে হাতে নিলাম, একবার ফেলে দিতে ইচ্ছা করলো। আবার মনে হল, মাফলারটা আমার বেশ পছন্দ হয়েছে।
#কথোপকথন-০৩
১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩
জেড আই অর্ণব বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
মাহির মুনিম বলেছেন: বেশ ভালো লাগলো। নিরন্তর ধন্যবাদ।