| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেড আই অর্ণব
আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔
চোখে-মুখে বৃষ্টির জল ঝাপটে আসলে মুদে ফেলি চোখ।
আরো একটু... দু'পা এগিয়ে পিছিয়ে আসি ঝুল বারান্দা থেকে। এসিড লাগার মতো ঝলসে যায় মুখ...
ওটা বৃষ্টি ছিল না!!
কেউ আছে এখানে...
"কে ওখানে?"
পেছনে, অন্ধকার... লোডশেডিং প্রতি সন্ধ্যাতেই হতে হবে!
টাওয়েল হাতে এগিয়ে আসে একটা ছায়া
আমার অসাড় হাত আপনাতেই উপরে উঠে আসে
"না... আমাকে না প্লিজ"
একটা বিধ্বংসী হাসিতে ঘুচে গেল আঁধার, মেয়েটির মুখে কেউ এসিড মেরেছিল। ইলেকট্রিসিটি ঠিক সময় চিনে নিয়েছে!
ছায়ার হাতের টাওয়েল একটা গোলাপি উর্ণায় বদলে গেল
"তুমি? এটা করতে পারো না।"
পোড়া মুখের হাসি উবে গেল মুহূর্তে। এখন সেখানে হিংসা ডানা বেঁধেছে,,,
"আমিও ঠিক এভাবেই মিনতি করেছিলাম, তাই না?"
ক্রমশই গ্রাস করে নিচ্ছে আমাকে, অতীত।
মেয়েটির যে চোখে মায়া ছিল, সেখানে এখন প্রতিশোধের আগুন।
এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছি আমি,,,
"নেহা, প্লিজ ফরগিভ মি"
হাসির শব্দে বিভ্রম কেঁটে যায়, "মেয়েটি তো এভাবে হাসতো না!!"
"কে.. কে তুমি?"
হাসি হঠাৎই থেমে যায়, যেন কেউ মেয়েটির গলা চেপে ধরেছে।
গোলাপি উর্ণা চেপে বসে আমার গলায়,
"আমি সেফা কুত্তার বাচ্চা"
আমার হাত পা প্রতিবাদ করতে ভুলে গেল
"সেফা বেঁচে আছে!!"
প্রতিটি স্নায়ু ঘোষণা দিচ্ছে মৃত্যুর,,,, এভাবেই মৃত্যু ছিল আমার!!
তখনই কলিংবেল বেজে উঠে, লাফিয়ে উঠি ঘুম থেকে,
স্বপ্ন ছিল তাহলে?
না... দুঃস্বপ্ন ছিল।
ভোর চার'টা
ধাতস্থ হয়ে প্রধান দরজা খুলতেই দেখি একটা মুখ পোড়া মেয়ে দাঁড়িয়ে
গলায় গোলাপি উর্ণা!
ছবিঃ সংগ্রহীত (গুগল)
©somewhere in net ltd.