নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন যখন জাগলিনারে\nতখন মনের মানুষ এলো দ্বারে,\nতার চলে যাবার শব্দ শুনে, \nভাঙলোরে ঘুম,\nও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে!!!

জীেকা

চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!

জীেকা › বিস্তারিত পোস্টঃ

কিছু হতাশা..................

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪

ভাবছিলাম ব্লগ এ রেগুলার লিখব। কিন্তু মাঝে মাঝে সময় করে উঠতে পারিনা। আবার কখনও মনটাও লিখার প্রতি আবিষ্ট থাকেনা। আজ একটু হতাশ লাগছে। তাই ভাবলাম মনের কোনে লুকিয়ে থাকা কিছু হতাশা লিখেই ফেলি। তাই ব্লগ এ লিখতে বসলাম। সিলেট যাবো এপ্রিল মাসের ৩ তারিখে। আসলে যাবো না বলে বলা উচিত যেতে চাই। কিন্তু অবস্থা এখন এতটাই করুণ যে বুঝতে পারছিনা কি করা উচিত। এই মাসের ২৭ ও ২৮ তারিখ আবার হরতাল। পুরোই লেজেগোবরে অবস্থা। পুরো মার্চ মাস জুড়েই হরতাল ও ছুটিতেই চলছে। মাঝে মাঝে ছুটি পেলে বাইরে ঘুরে রিফ্রেশ থাকা যায় কিন্তু হরতাল দিলে গোঁদের উপর বিষ-ফোঁড়া। বিশেষ করে আমাদের মতো তরুণ ব্যাবসায়ি যারা কিনা ব্যাবসা টাকেই জীবন ধারণের জন্য পার্মানেন্ট করেছি। এপ্রিলে সিলেটে ই-কমার্স ফেয়ার হবে যেখানে আমরা অংশ নেবো। এই ফেয়ারটি আমাদের প্রচারণার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্তত মানুষ জানবে যে আমরা ই-কমার্সের সাথে জড়িত এবং আমরা কি ধরণের সার্ভিস দিচ্ছি সেটাও জানবে। কিন্তু বিধি বাম মনে হচ্ছে। খুব সম্ভবত এপ্রিল মাসেও হরতাল পরবে। উপরওয়ালার কাছে এখন একটাই চাওয়া.........হরতাল যেন আর না হয়। যে দলই বিরোধী দলে থাকবে কেউ যেন হরতাল না দেয়!!!!!!! সর্বোপরি আমাদের দেশটা বেশ ভালই এগোচ্ছে। এই এগুনোর গতিটাকে যেন হরতালের মত কর্মসূচী স্তব্ধ করে না দেয়া হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.