নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন যখন জাগলিনারে\nতখন মনের মানুষ এলো দ্বারে,\nতার চলে যাবার শব্দ শুনে, \nভাঙলোরে ঘুম,\nও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে!!!

জীেকা

চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!

জীেকা › বিস্তারিত পোস্টঃ

সিলেট ই-কমার্স ফেয়ার- ২০১৩

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

সিলেট ট্যুর শেষ করে ঢাকায় এসেছি ৮ তারিখ। আগেই বলেছিলাম সিলেট যাচ্ছি ই-কমার্স ফেয়ার এ অংশ নিতে। যদিও দেশের সার্বিক অবস্থার কারণে সিলেট এ আশাতীত কোনও ফলাফল ই পাওয়া যায়নি। তবে এটুকু বুঝলাম আগামী ২/৩ বছর এর ভেতর সিলেট এ ই-কমার্স দারুনভাবে বিকশিত হবে। এবারের সিলেট ই-কমার্স ফেয়ার এ যেটা আমার কাছে সবচেয়ে বেশী ভালো লেগেছে সেটা হল স্কুলগামী ছেলে- মেয়েদের অংশগ্রহণ। সিলেটের জেলা প্রশাসন এবং স্থানীয় সরকারি কর্মকর্তা এবং বেসরকারি পর্যায়ের সংগঠন গুলোর স্বতঃস্ফূর্ত উদ্যোগের এবং প্রচারণার ফলে স্কুলগামী ছেলে- মেয়েদের অভাবনীয় অংশগ্রহণ হয়েছে। যদিও আমার মনে একটা প্রশ্ন রয়েই গেছে যে তারা আসলে কতটা ই-কমার্স এর ব্যাপারে উৎসুক। তবুও আমি আশাবাদী যে এরপরে সিলেট এই পর্যায়ের আয়োজনগুলো বিফল হবেনা। কিছুটা হলেও এই নবীন সম্প্রদায়দের মনে ই-কমার্স দাগ কেটেছে। সিলেট ই-কমার্স ফেয়ার এর আয়োজন ঢাকার ফেয়ারটি থেকে যথেষ্ট ওয়েল-অরগ্যানইজড ছিল। তবে ঢাকার ফেয়ারটিতে স্পন্সরদের যেরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সেটা সিলেটে ছিলোনা। পাশাপাশি দেশের প্রতিষ্ঠিত কিছু ই-কমার্স প্রতিষ্ঠান এই ফেয়ার এ অংশগ্রহণ করেইনি। হয়তোবা এর পিছনে দেশের সাম্প্রতিক অস্থিরতাই কাজ করছে বলে আমার মনে হয়। ফেয়ার এর শেষের দিন সবগুলো প্রতিষ্ঠানই ঢাকাতে ফিরবার জন্য তাড়াহুড়োই বলে দেয় দেশের অবস্থা। এখন পর্যন্ত সবাই ভালমতই ঢাকায় ফিরতে পেরেছে। ফেয়ার এ অংশগ্রহণকারী অনেক প্রতিষ্ঠানের সদস্যদের সাথে আমি কথা বলেছি সিলেট ই-কমার্স ফেয়ার এর ব্যাপারে মতামত জানতে। অধিকাংশই ছিল হতাশ। তবে আমি এখন ও হাল ছাড়তে রাজী না। আমার বিশ্বাস সিলেট আর খুব বেশী দূরে নেই যে ঢাকার থেকে পিছিয়ে পড়বে। অন্তত স্থানীয় তরুণরা যেভাবে ফেয়ার এ অংশ নিয়েছে তা খুব আশাই জাগায়। এখন শুধুই অপেক্ষা সেই সময় এর........................।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.