নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন যখন জাগলিনারে\nতখন মনের মানুষ এলো দ্বারে,\nতার চলে যাবার শব্দ শুনে, \nভাঙলোরে ঘুম,\nও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে!!!

জীেকা

চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!

জীেকা › বিস্তারিত পোস্টঃ

হুমম আমি স্বপ্ন দেখব...............!

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩

সাভারে যে ট্রাজেডি ঘটে গেলো তা নিয়ে লিখতে যেয়ে আমি আসলে বার বার করে থেমে যাচ্ছি। কোন ভাষায় লিখব, কিভাবে লিখব, কেমন করে লিখব............ সত্যি করে বলতে গেলে আমি কোন ভাষাই খুঁজে পাচ্ছিনা। সাভার ট্রাজেডি নিয়ে অনেক লেখা, প্রতিবেদন পড়েছি। টিভি তে অনেক সচিত্র প্রতিবেদন দেখেছি, অনলাইন ভিডিও ক্লিপস দেখেছি। যতবারই পড়েছি আর দেখেছি ততবারই চরমভাবে মর্মাহত হয়েছি এবং কষ্টের চোটে পাথর হয়ে গিয়েছি। আচ্ছা কেউ আমাকে বলতে পারেন আমরা সাধারণ নিরীহ জনগণ আর কত অত্যাচারিত হব, আর কত প্রতারিত হব, আর কত আমাদের রক্ত ঝরবে। আফসোস, আসলে আমাদের আজীবন এরকমই কাটবে। আমরা কখনই আর মাথা তুলে দাড়াতে পারবোনা। আর এটাই আমাদের চরম পরিণতি। সুদূর ভবিষ্যতে হয়তো আবারো এরকম কিছু ঘটবে, কিছুদিন সবাই খুব হাহাকার করবে। সরকার, বিরোধী দল, মিডিয়া, সাংবাদিকগণ ওই নির্যাতিত মানুষগুলোর জন্য কিছুদিন এর জন্য সচেষ্ট হবে এবং আমার মত কিছু আম পাবলিক হতাশ হয়ে কিছু লিখবে। কিন্তু পর্দার অন্তরালের ভিলেনগুলো ঠিকই পার পেয়ে যাবে। আমি নিশ্চিত, সোহেল রানার কিছুই হবেনা। সেও পার পেয়ে যাবে। এবং হয়তোবা দেখব ওই গার্মেন্টস মালিকগুলোও হাসতে হাসতে আবার মানুষ খুন করবে। আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা শুধুই মাত্র গিনিপিগ। ক্ষমতাধারীরা আমাদেরকে তাদের প্রয়োজন মত ব্যাবহার করবে এবং ব্যাবহার শেষ হয়ে গেলে ডাস্টবিন এ ছুড়ে ফেলে দেবে। আর আমরাও তাদের কিছু বলবনা। যদি তারা দয়ার পরবশ হয়ে আমাদের দশ-বিশ হাজার টাকা দেয়, তাহলে সেটা নিয়ে শান্ত থাকবো যদি সে টাকা কপালে জোটে। আর বসে বসে স্বপ্ন দেখবো সোহেল রানাকে নয়তলার নিচে ফেলে দিয়েছি, সাত দিন পর উদ্ধারকারী দল পাঠিয়েছি, তারপর উদ্ধার করে বাইরে অপেক্ষারত মানুষগুলোর হাতে তাকে তুলে দিয়েছি। আরও স্বপ্ন দেখবো সব অধিক মুনাফালোভী গার্মেন্টস মালিকগুলো (পশুগুলো) জনসম্মুখে গণধোলাই দিয়ে হাত-পা ভেঙে দিয়েছি আর তাদের অর্জিত ধনসম্পদ ওই সাধারণ মানুষগুলোকে বিলিয়ে দিয়েছি। হুমম আমি স্বপ্ন দেখব...............!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.